র্যাঙ্কিংয়ে ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায়ও আমাদের খুঁজে পাওয়া যাচ্ছে না: কাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০১:৪০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ৫০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়কেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসময় তিনি দেশের শিক্ষা ব্যবস্থার মান নিয়ে প্রশ্ন তুলে বলেন, কোথায় আছি আমরা? টাইম ম্যাগাজিন এই র্যাঙ্কিং করে। সেখানে ভারতে দুয়েকটি বিশ্ববিদ্যালয় খুঁজে পাওয়া গেলেও বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ও তালিকায় নেই।
আজ সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
এসময় পড়াশোনার মান নিয়ে প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, আমাদের শিক্ষাব্যবস্থায় ক্রটি রয়েছে এবং সেটিকে খুঁজে বের করতে হবে। এজন্য আমরা র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছি। আমরা একসমতো র্যাঙ্কিংয়ে পিছিয়ে ছিলাম না।
তিনি বলেন, র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় বলতে হচ্ছে আমাদের পড়াশোনার মান কোথায় আজ? এটার জন্য বেশি গবেষণা কর্মকাণ্ড দরকার। কিন্তু আমাদরে শিক্ষা ব্যবস্থায় সেটি অনেকটায় অনুপস্থিত। গবেষণামূলক সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের যেতে হবে।