১৩৪ বছরে বিএম কলেজ

বিএম কলেজের ১৪৩ তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলেক্ষ্যে 
আনন্দ র‌্যালি
বিএম কলেজের ১৪৩ তম প্রতিষ্ঠা বর্ষিকী উপলেক্ষ্যে আনন্দ র‌্যালি  © টিডিসি

বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমহন কলেজের (বিএম) ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ র‌্যালির আয়োজন করে কলেজ প্রশাসন। আজ বুধবার (১৪ জুন) সকাল ১১ টায় প্রশাসন ভবনের সামনে থেকে অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

এসময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষা-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে কলেজের প্রতিষ্ঠাতা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন কলেজের অধ্যক্ষ।

র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড.গোলাম কিবরিয়া বলেন, কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষানুরোগী মহাত্মা অশ্বিনী কুমার দত্ত সরকারি ব্রজমোহন কলেজ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন আমরা তার উদ্দেশ্য সফল করতে চাই। 

অধ্যক্ষ বলেন, আমাদের বিএম কলেজ ইতোমধ্যে বরিশাল বিভাগের প্রথম স্থান অধিকার করেছে। আমরা চাই আমাদের কলেজ যেন সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করতে পারে। 

প্রসঙ্গত, ১৮৮৯ সালের ১৪ জুন মহাত্মা অশ্বিনীকুমার দত্ত পিতা ব্রজমোহন দত্তের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence