অন্ধকারে ইসলামী বিশ্ববিদ্যালয়, পুরো রাত থাকবে বিদ্যুৎহীন

২৬ মে ২০২৩, ১১:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিদ্যুৎ ও জেনারেটর দুই সার্ভিসই বন্ধ রয়েছে। ফলে আজ শুক্রবার রাত ১০ টা থেকে পুরো ক্যাম্পাস অন্ধকারে রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী। পুরো রাতে আলোর ব্যবস্থা নাও হতে পারে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস।

প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়েছে। আর তেল সরবরাহ না থাকায় বন্ধ  রয়েছে জেনারেটরও। অনেকক্ষণ জেনারেটর চলায় তলে ফুরিয়ে গেছে।

গত বুধবারও ঝড়ের ফলে বিশ্ববিদ্যালয়ের একটি গাছ এবং একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ বিছিন্ন ছিল।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মুন্সি শহীদ উদ্দিন তারেক বলেন, শর্ট সার্কিটের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এদিকে তেল সরবরাহ না থাকায় জেনারেটরও বন্ধ রয়েছে। বিষয়টি রাতের মধ্যে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এখন সম্ভব না হলে আগামীকাল শনিবার সকালে বিষয়টি সমাধান করা হবে।

নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬
এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬