আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণের দাবিতে ইবির প্রধান ফটকে তালা

২৪ মে ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM

© ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবের চিকিৎসাবাবদ টাকার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে আন্দোলন করেছেন সহপাঠীরা। এতে কুষ্টিয়া-ঝিনাইদহর উদ্দেশ্যে বাস ১ ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে থাকা শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার (২৪ মে) ২টা থেকে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসগুলো আটকে পড়ে। পরে বেলা ৩টার দিকে প্রক্টরিয়াল বডির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এরপর প্রক্টর অফিসে তাদের দাবি নিয়ে আলোচনায় বসে প্রক্টরিয়াল বডি ও পরিবহন প্রশাসক। 

এসময় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন ও সহযোগী অধ্যাপক ড. শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। এসময় আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ চান শিক্ষার্থীরা। এক পর্যায়ে প্রশাসন ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মতি হয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১৬ মে দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব মোটরসাইকেল নিয়ে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন সংলগ্ন বাস চালক সাহাবুলের সঙ্গে মোটরসাইকেলে মোটরসাইকেলে দুর্ঘটনা ঘটে। এতে ওই শিক্ষার্থী মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন এবং তার চোয়ালের হার ফেটে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ছয়দিন চিকিৎসা দেওয়ার পর ছাড়পত্র দেওয়া হয়। 

আন্দোলনকারীরা জানান, আমাদের বন্ধু শিহাব বিশ্ববিদ্যালয়ে ভিতরে দূর্ঘটনার শিকার হয়েছে। এ ব্যাপারটি আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। কিন্তু সেদিন প্রশাসনের কেউ শিহাবের খোঁজ-খবর নেয়নি।পরদিন আমরা তার চিকিৎসার জন্য পরিবহন প্রশাসকের কাছে যায়। সেদিন তিনি ব্যস্ত থাকার কারণে কোন ক্ষতিপূরণ পায়নি।

এরপর আমরা আজকে আবারও তার ক্ষতিপুরণের দাবিতে তার কাছে যায়। এসময় তিনি আমাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়ে বলেন তোমাদের যা ইচ্ছা করো এবং সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারা বলেন, সে তো মারা যায়নি, মারা গেলে ২৫ হাজার টাকা দিতাম। তারা আরও বলেন, এই বিশ্ববিদ্যালয় আমাদের। তোমরা কয়েক বছর থাকার পর চলে যাবে। আর আমরা সারা বছর এখানে থাকব।

এ ঘটনায় পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এই ঘটনাকে নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে আন্দোলন করা ঠিক হয়নি। দূর্ঘটনা এক পক্ষের দোষের কারনে হয় না। উভয় পক্ষের ভুলের কারনেই দূর্ঘটনায় হয়। হয় তো কারও দোষ কম আবার কারও বেশি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা উভয় পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করেছি।

বিমানবন্দর ও আশপাশের এলাকায় হর্ন বাজালে শাস্তিমূলক ব্যবস্থা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
‘আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনে নামতে ব…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন চাওয়ায় দল থেকে আজীবন বহিষ্কার ছাত্রদল নেতা
  • ১৯ জানুয়ারি ২০২৬
জামায়াতে যোগ দিলেন এবি পার্টির এমপি প্রার্থী লিপসন
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবারের নির্বাচন দেশের ইতিহাসে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9