স্বপ্ন পূরণে সহযোগিতা করেছে ‘জয় বাংলা’ বাইক সার্ভিস

২০ মে ২০২৩, ০৫:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM

© টিডিসি ফটো

সমন্বিত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসময় পরীক্ষার হলে দেরি করে প্রবেশ করা সহ প্রবেশপত্র নিয়ে আসতে ভুলে যাওয়া অনেক শিক্ষার্থীদের সহযোগিতা করে কেন্দ্রে পৌছে দিয়েছে ‘জয় বাংলা’ বাইক সার্ভিস। এতে সন্তুষ্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। 

ইবি কেন্দ্রে পরীক্ষা দিতে আসা পরীক্ষা দিতে আসা নাঈমুল ইসলাম বলেন, আমি সর্বশেষ মিনিটে ক্যাম্পাসের গেটে পৌঁছেছি। কোন ভবনে সিট পড়েছে সেটা আগের থেকে চিনতাম না। গেট থেকে ওই ভবনে প্রায় ৬-৭ মিনিট লাগত। তবে জয় বাংলা বাইক সার্ভিস আমাকে ২ মিনিটের মধ্যে কেন্দ্রে পৌঁছে দেয়। যা আমার স্বপ্নপূরণে সহযোগিতা করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই।

আরেক পরীক্ষার্থী স্বপ্না রাণী বলেন, আমি ক্যাম্পাসে এসে খেয়াল করি প্রবেশপত্র ভুলে নিয়ে আসিনি। পরে তাদের জয় বাংলা বাইক সার্ভিস প্রবেশপত্র ডাউনলোড দিয়ে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছে দিয়েছে। তাদের সহযোগিতা আমাকে ভালোভাবে পরীক্ষা দিতে সহযোগিতা করেছে।

এছাড়া পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সঙ্গে থাকা ব্যাগ, ঠান্ডা পানি ও খাবার স্যালাইের ব্যবস্থা, মাস্ক ও কলম বিতরণ, ইলেকট্রনিকস ডিভাইসসহ সঙ্গে আসা অভিভাবক কর্ণারসহ সার্বিক সহযোগিতা করছে শাখা ছাত্রলীগ। পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেত-কর্মীরা।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে সব বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ব্যাগ রাখা, ইলেকট্রনিকস ডিভাইস নিরাপদে রাখার ব্যবস্থাসহ পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ভবনে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস কাজ করেছে। এছাড়া অভিভাবকদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থাসহ সার্বিক সহযোগিতা করেছে শাখা ছাত্রলীগ।  

শনিবার (২০ মে) সকাল ১২টা থেকে পর্যন্ত একযোগে ১৯টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, শেষ হয়েছে দুপুর ১ টায়। পরীক্ষা শুরুর পর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তিনি শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। 

প্রসঙ্গত, এ বছর ইবি কেন্দ্রে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য পছন্দ করেন ১৩ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৯২ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন।

‘হাজারবার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘মানবিক বিবেচনায়’ ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিন হাইকোর্টে
  • ২৬ জানুয়ারি ২০২৬
সর্ব মিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ডাকসু জিএস ফরহাদ
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিসিবিকে ধুয়ে দিলেন আমিনুল হক
  • ২৬ জানুয়ারি ২০২৬