৩৩ দফা দাবিতে স্মারকলিপি দিল ইবি ছাত্রলীগ

  © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সমস্যাসমূহ দূরীকরণে ৩৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৯ মে) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নিকট এ স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড.  আলমগীর হোসেন ভূঁইয়া, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তাদের দাবিসমূহ, বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আবাসিক হলের লাইব্রেরিতে মানসম্মত বই ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সকল হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে, আবাসিক সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও ভবনসমূহে দ্রুতগতির ওয়াইফাই ব্যবস্থা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের চারিদিকে প্রাচীর সংস্কার ও মেরামত করতে হবে।

এছাড়া পরিবহন ভোগান্তি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, চিকিৎসা কেন্দ্রে মানসম্মত ও জরুরী চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভোগান্তি নিরসনে উক্ত অফিস ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে, ব্যাংকে ই- ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে, সার্টিফিকেট উত্তোলনের ভোগান্তি নিরসনের লক্ষ্যে উক্ত অফিস ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে, প্রভোষ্ট ও আবাসিক শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করতে হবে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ করাসহ ৩৩ দফা দাবি স্মারক লিপিতে উল্লেূখ করা হয়। 

স্মারকলিপি গ্রহণকালে উপাচার্য  অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, দাবিগুলোর সাথে আমরা সম্পূর্ণভাবে একমত। দাবিগুলোর বাস্তবায়ন করতে পারলে আমাদেরও স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে। এগুলোর সবগুলোই আমাদের বিবেচনায় রয়েছে, আমরা অবশ্যই এ কাজগুলো করব। সেজন্য সকলের  সহযোগিতা চাই।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, শিক্ষার্থীদেী যৌক্তিক দাবি বাস্তবায়নে সবসময় পাশে থেকেছে ইবি শাখা ছাত্রলীগ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। আমি চাই বিদ্যামান সমসয়া দূরীকরণে কর্তৃপক্ষ কার্যকরি পদক্ষেপ গ্রহণ কীবে। ভবিষ্যতেও যৌক্তিক দাবি পূরণে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগকে পাশে পাবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence