ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে যত আবেদন পড়লো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তির জন্য ১০ দিনে ১ হাজার ৭০০ টিরও অধিক আবেদন জমা পড়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, ঢাবির উপাদানকল্প গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে। এটি চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ টিরও বেশি আবেদন জমা পড়েছে। কলেজগুলো হলো- (১) গর্ভনমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (২) বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৩) ন্যাশনাল কলেজ অব হোম ইকনমিক্স (৪) ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ (৫) আকিজ কলেজ অব হোম ইকনমিক্স ও (৬) বরিশাল হোম ইকনমিক্স কলেজ।

তিনি আরও বলেন, ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য অধিভুক্ত কলেজ সমূহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট- https://collegeadmission.eis.du.ac.bd এ সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় রয়েছে। 

এছাড়াও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ জুন  (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ