‘র‍্যাগিংয়ের ফলে মৃত্যু পর্যন্ত ঘটছে’

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, র‌্যাগিংয়ের ফলে শারীরিক-মানসিকতার পাশাপাশি মৃত্যু পর্যন্ত ঘটছে। যা আমাদের মর্যাদা ও মাথা উঁচু করে দাঁড়াতে দিচ্ছে না। তাই মানবিক ও বসবাসযোগ্য দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হলে মানবিকবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

শনিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে র‌্যাগিং বিরোধী মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এবারের স্লোগান ছিল ‘র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করি’।

প্রত্যেকেরই মানসিকতার পরিবর্তন করা দরকার উল্লেখ্য করে বক্তারা বলেন, আমাদের সকলকে র‌্যাগিং প্রতিরোধের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকেরই একটি শ্লোগান হবে ‘আমি মানবিকতা বিবর্জিত কাজ করব না, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং কোনভাবেই প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশের ব্যাঘাত ঘটবে না’। তাহলেই সকল ধরনের র‌্যাগিং প্রতিরোধ করা সম্ভব হবে।

আরও পড়ুন: জবির জ্যেষ্ঠ শিক্ষকদের আচরণে স্তম্ভিত সবাই

এ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহবায়ক প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম আলী হাসান।

এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, হলসমূহের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের সভাপতি, ছাত্র-উপদেষ্টা মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন।   

এ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির সদস্য-সচিব উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মোঃ নওয়াব আলী ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইন-চার্জ) ড. আমানুর আমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ্যান্টি র‌্যাগিং বিষয়ক এক র‌্যালি অনুষ্ঠিত হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence