ফেনী সরকারি কলেজের নতুন অধ্যক্ষ মোক্তার হোসেইন

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোক্তার হোসেইন  © সংগৃহীত

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদে মোহাম্মদ মোক্তার হোসেইনকে পদায়ন করা হয়েছে। আগামীকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) পদায়নকৃত অধ্যক্ষ পদে মোক্তার হোসেইনের যোগদান করার কথা রয়েছে। এর আগে তিনি নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার উপ সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকেসহ ২৪ জনকে বদলি, পদায়নের আদেশ দেওয়া হয়েছে। এর আগে ২৯ নভেম্বর অবসরজনিত কারণে ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদ থেকে বিদায় নেন অধ্যাপক বিমল কান্তি পাল।  

অধ্যাপক মোক্তার হোসেইন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ১৯৯৩ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মজীবন শুরু করেন। পরে ১৯৯৪ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সোনাগাজী সরকারি কলেজে ছিলেন তিনি।  

এছাড়াও মোক্তার হোসেইন পটুয়াখালী সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কর্মরত ছিলেন। পরে ২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নোয়াখালী সরকারি কলেজ এবং ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।

সবশেষ মোক্তার হোসেইন ২০২১ সাল থেকে নোয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি কর্মজীবনের সুবাদে দীর্ঘ ২৩ বছর যাবত ফেনী শহরে বসবাস করে আসছেন। দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence