মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান ববি ভিসির

মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান ববি ভিসির
মুক্তিযুদ্ধের ঘটনাগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান ববি ভিসির  © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ সম্পর্কিত ঘটনাগুলোকে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে রবিবার (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, এতে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে পরিষ্কার ধারণা পাবে এবং মুক্তিযুদ্ধের আত্মত্যাগের মহিমায় আরও উজ্জীবিত হবে। স্বাধীনতার ৫১ বছর পূর্তিতে এসে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানা দরকার। যে ঘটনাগুলো তারা জানে সেই জানাটাকে যদি সঠিকভাবে এভাবে প্রদর্শনীর মাধ্যমে সঞ্চালিত করা যায় তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে তাদের ধারণা স্পষ্ট হবে।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এগিয়ে যাওয়া বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ এবং এই বাংলাদেশটাকে আমরা যত বেশি বঙ্গবন্ধুকে জানবো যতবেশি আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো। আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে জানতে পারবে। 

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এর আগেও আলোকচিত্র প্রদর্শনী করেছে। আমরা মূলত শিক্ষার্থীদের মাঝে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, আমাদের ঐতিহ্য এবং সংগ্রামকে তুলে ধরতে চাই। বইয়ের বাইরেও যে তথ্য আছে আমরা চাই শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এসব তথ্য সম্পর্কে জানুক। তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।

প্রদর্শনীটির উদ্বোধনকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ছাড়াও এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন , প্রক্টর ড. খোরশেদ আলম , শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন , পরীক্ষা নিয়ন্ত্রক স. ম. ইমানুল হক, সাংবাদিক আনিসুর রহমান স্বপন, সমিতির উপদেষ্টা, শিক্ষক, দপ্তর প্রধান, শিক্ষার্থী এবং সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ববিসাসের আয়োজনে গত আগস্ট মাসে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence