নজরুল বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত
- জাককানইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ১০:৩৩ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২২, ১০:৩৩ PM
২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা, সঙ্গীত, নাট্যকলা ও ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকাল থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়। এসময় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
এসময় উপাচার্য ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন কলা অনুষদ ডিন ও ভর্তি পরীক্ষা কমিটির ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবদুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী প্রমুখ।
আরও পড়ুন: র্যাংকিংয়ে ভারত-পাকিস্তানের ধারেকাছেও নেই বাংলাদেশ
অধ্যাপক ড. আহমেদুল বারী জানান, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা শুরু হয় সকাল ৯ টায় যা শেষ হয় বিকেল চারটায়। ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্য থেকে আজ প্রথম ১৩০ জন পরীক্ষার্থীকে ডাকা হয়েছিল। আগামী দুইদিন বাকি পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও সঙ্গীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা ১০টা থেকে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। ১৯০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে প্রথম ৯৫ জন আজকের পরীক্ষায় অংশ নিয়েছে। বাকীরা আগামীকাল অংশ নেবেন বলেও জানান তিনি।
তিনি আরো জানান, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্য থেকে আজ ৭৯ জনকে ডাকা হয়েছিলো। বাকীরা আগামীকাল পরীক্ষা দেবেন। অন্যদিকে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত চারুকলার ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।