বেরোবিতে আবেদন করেছেন ২৮২৩০ জন ভর্তিচ্ছু, আসন ১৩৯৫টি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের প্রথম পর্ব শেষ হয়েছে। গত ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এ আবেদন। এতে ১৩৯৫টি আসনের বিপরীতে ৩টি ইউনিটে মোট আবেদন পড়েছে ২৮২৩০জন।

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের উপ পরিচালক মোহাম্মদ আলী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ বছর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে মোট আসন সংখ্যা আছে ১৩৯৫টি।

বেরোবি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে মোট ৭০৭টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫১০০ জন ভর্তিচ্ছু। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীনে ৩৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯২৮২ জন ভর্তিচ্ছু।

আরও পড়ুন: তিতুমীর কলেজের নতুন বর্ষের ক্লাস শুরু কাল

অন্যদিকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৩২৬টি আসনের জন্য মোট ৩৮৪৮ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।

মেধাতালিকার বিষয়ে রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী বলেন, আগামী ৩ নভেম্বরে মেধাতালিকা প্রকাশিত হতে পারে।

চলতি বছর দেশের ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। গুচ্ছে ২০২১-২২ শিক্ষাবর্ষে তিনটি ইউনিটে মোট আবেদন পড়েছিল ২ লাখ ৯৪ হাজার ৫২৪টি।


সর্বশেষ সংবাদ