৩৭তম ও ৩৯তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ আজ

৩৭তম ও ৩৯তম বিশেষ বিসিএস (ডাক্তার) থেকে নন-ক্যাডারে নিয়োগের জন্য আজ সুপারিশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। দ্রুততা এবং স্বচ্ছতার সাথে কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ঠরা।

আজ বুধবার কমিশন সভায় দুই বিসিএস থেকে নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করা সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক সভায় সভাপতিত্ব করবেন।

এর মধ্যে ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৬৭জন এবং ৩৯তম বিশেষ বিসিএস থেকে ৫৬৪জনকে নিয়োগের সুপারিশ করা হবে বলে জানা গেছে।

আগামী এপ্রিলের প্রথমদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে তার আগে মার্চে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা (ঐচ্ছিক) শুরুর চিন্তা-ভাবনা করছে পিএসসি।


সর্বশেষ সংবাদ