চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অভ্যন্তরের ভাসমান দোকান সমূহ থেকে ছাত্রদল এবং ছাত্রশক্তির নেতাদের চাঁদাবাজির প্রতিবাদ ও বিচারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ  এবং একদল শিক্ষার্থী।

আজ রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে সূর্যসেন হল,  মুহসিন হল ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল হয়ে  রাজু ভাস্কর্যে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়। 

এ সময় তারা ‘একশন, একশন, ডাইরেক্ট একশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’,‘চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ইত্যাদি স্লোগান দেয়।

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘আজকে চাঁদাবাজি ধরা পড়েছে এটি প্রমাণ করে এমন আরও শত শত চাঁদাবাজি হয়েছে। এই চাঁদাবাজরা টিএসসি, সেন্টাল লাইব্রেরিতে , নীলক্ষেত , মেট্রোরেলের নিচে থেকে চাঁদাবাজি করে। আমার জুলাই অভ্যুত্থানের পরবর্তী চেয়েছিলাম ক্যাম্পাসে কোন চাঁদাবাজি হবে না।

তিনি বলেন, ‘তারেক রহমানের যখন বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এরপর থেকেই কতগুলো হত্যাকান্ড হলো, চাঁদাবাজি হলো, গ্ৰুপে গ্রুপে মারামারি হলো‌।’

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার চাঁদাবাজদের থামান। নাহলে ছাত্রলীগকে যেভাবে বিতারিত করা হয়েছিল সেভাবে এদের‌ও বিতারিত করবে ছাত্রজনতা।’

আরও পড়ুন: কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা সাদ্দাম

আপনার দলের চান্দাবাজদের সামলান অন্যথায় এদেশে দাঁড়ানোর জায়গা পাবেন না। জুলাই অভ্যুত্থানে পরবর্তীতে আর কোন চাঁদাবাজি দেখতে চাই না। অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, অন্যথায় আমরা ধরে নিবো  তারেক রহমান এর সাথে জড়িত। 

এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাঁদাবাজদের ছাত্রত্ব বাতিল করার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা বলেন, ‘যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডাকসু ও প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিল তখন ছাত্রদলসহ বামপন্থী কিছু মানুষ  শিক্ষার্থী সেজে মিছিল করেছিল। আজকে তাদের চাঁদাবাজি করতে দেখা যায়।’

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে  জড়িতদের  চিহ্নিত করে আইনের হাতে তুলে দিবে হবে। এক‌ই সাথে তাদের দল থেকে তাদের বহিষ্কার করবে। প্রশাসন যদি ব্যবস্থা গ্ৰহণ না করেন তাহলে যত ধরণের নৈতিক প্রতিরোধ আছে গড়ে তুলবো।’

এসময় বিক্ষোভকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে প্রশাসন থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্ৰহণ করার জন্য স্বারকলিপি প্রদান করার কথা জানান। 

দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
  • ২৫ জানুয়ারি ২০২৬
কারা ফটকে স্ত্রী-সন্তানকে শেষ বিদায় জানালেন ছাত্রলীগ নেতা স…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৫৪ বছরে দেশের মর্যাদা অন্য দেশে বন্ধক রাখা হয়েছিল: ডা. শফি…
  • ২৫ জানুয়ারি ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে বিএনপির প্রচারণা, মাদরাসা শিক্ষককে জরিমা…
  • ২৫ জানুয়ারি ২০২৬