মাহবুব কবীর মিলনের স্ট্যাটাস
৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৩৪ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২৫, ০১:৪৫ PM
৪৪তম বিসিএসের রিপিট ক্যাডার বিধি সংশোধন সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. মাহবুব কবীর মিলন। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘৪৪তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্বাক্ষর করেছেন। আলহামদুলিল্লাহ। এটা জনপ্রশাসনে গেলে জারির ব্যবস্থা হবে।’
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশের চার মাস পার হলেও এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। গত ৩০ জুন প্রকাশিত এ ফলাফলে ১ হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে সুপারিশ করা হয়েছিল ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে। তবে তাঁদের মধ্যে ৩৭২ জন ইতিমধ্যে একই বা সমমানের ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যাঁদের “রিপিট ক্যাডার” হিসেবে চিহ্নিত করা হয়।
এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ, সমালোচনা ও বিতর্কের পর পিএসসি সিদ্ধান্ত নেয় বিধি সংশোধনের, যাতে রিপিট ক্যাডারদের পরিবর্তে মেধাক্রম অনুযায়ী পরবর্তী প্রার্থীদের সুপারিশ করা যায়। কিন্তু প্রশাসনিক জটিলতায় দীর্ঘ চার মাস পেরিয়ে গেলেও ওই সংশোধনী প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
ফলে রিপিট ক্যাডার–সংক্রান্ত নয়, এমন ১ হাজার ৩১৮ জন প্রার্থীর নিয়োগও অনিশ্চয়তায় পড়েছে। সাধারণত বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়, যাতে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ নিয়োগের পরবর্তী ধাপ শুরু করা যায়। কিন্তু এবার সেই প্রক্রিয়া আটকে গেছে বিধি সংশোধনের অপেক্ষায়।
৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৭ মে। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী। পরবর্তী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ পরীক্ষাপদ্ধতি শেষে মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।