৪৯তম বিসিএস
মৌখিক পরীক্ষার প্রার্থিতা বাতিল হতে পারে যেসব কারণে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৮:০০ PM
৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষা আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশের সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রবিবার (১৯ অক্টোবর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মৌখিক পরীক্ষার আগে যেসব কারণে প্রার্থিতা বাতিল হতে পারে, তা–ও বিজ্ঞপ্তিতে জানিয়েছে দিয়েছে পিএসসি। এগুলো হলো—
১. নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকলে;
২. প্রতারণার আশ্রয় নিলে,
৩. কমিশন কর্তৃক নির্ধারিত ডকুমেন্টস, সনদ বা প্রত্যয়ন উপস্থাপন না করলে;
৪. কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে বা প্রয়োজনীয় তথ্য গোপন করলে বা কোনো জাল সার্টিফিকেট উপস্থাপন করলে;
৫. বয়স ও শিক্ষাগত যোগ্যতাসংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ টেম্পারিং বা পরিবর্তন করলে;
৬. আবেদনপত্রে গুরুতর কোনো ত্রুটি বা ঘাটতি পাওয়া গেলে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এছাড়া ক্ষেত্রবিশেষে সংশ্লিষ্ট প্রার্থীকে ফৌজদারি আইনে সোপর্দ করা হবে। এমনকি উক্ত প্রার্থীকে সার্ভিসে নিয়োগের পর এরূপ কোনো তথ্য প্রকাশ ও তা প্রমাণ হলে তাকে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও তার বিরুদ্ধে আইনানুগ যে কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, এ দিন রাতে শিক্ষার এই বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৬৮৩টি পদের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২১৯ প্রার্থী।