৪০তম বিসিএস প্রিলিমিনারিতে অনুপস্থিত সাড়ে ৮৩ হাজার প্রার্থী

০৩ মে ২০১৯, ০৬:১৬ PM

© ফাইল ফটো

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) জানিয়েছে, এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ৪ লাখ ১০ হাজার ৯৬৩ জন নিবন্ধন করলেও ৩ লাখ ২৭ হাজার ৫২৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এ পরীক্ষায় অংশ নেয়নি ৮৩ হাজার ৪৩৮ জন প্রার্থী। শতকরা ৭৯ দশমিক ৭০ শতাংশ উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে এমনটাই জানিয়েছে সরকারি কর্ম কমিশন।

আরো পড়ুন:  ৪০তম বিসিএস প্রিলিতে অসদুপায় বহিষ্কার ৫

সরকারি কর্ম কমিশন জানিয়েছে, ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য ঢাকা কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ১৬ হাজার ২৬১ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে একলাখ ৬৭ হাজার ৫০৮ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৪৮ হাজার ৭৫৩ জন।

চট্টগ্রাম কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ৩৭ হাজার ১১৩ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৯ হাজার ৪৯৬ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৭ হাজার ৬১৭ জন।

রাজশাহী কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ৩৮ হাজার ৮৪৪ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১ হাজার ৯৬৫ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৬ হাজার ৮৭৯ জন।

খুলনা কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ২৯ হাজার ২৬৩ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৭৮৪ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৫ হাজার ৪৭৯ জন।

বরিশাল কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ১১ হাজার ৯৭২ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯ হাজার ৪৬৭ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ২ হাজার ৫০৫ জন।

সূত্র: পিএসসি

সিলেট কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ৯১৪ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩ হাজার ৮৫০ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৩ হাজার ৬৪ জন।

রংপুর কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ৩২ হাজার ৩২৪ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৭ হাজার ২৬১ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৫ হাজার ৬৩ জন।

ময়মনসিংহের কেন্দ্রে নিবন্ধন করা প্রার্থীর সংখ্যা ছিল ২৮ হাজার ২৭২ জন। আর পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৪ হাজার ১৯৪ জন প্রার্থী। অনুপস্থিত ছিল ৪ হাজার ৭৮ জন।

বহিষ্কার আদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন আরও একজন
  • ২৫ জানুয়ারি ২০২৬
হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান
  • ২৫ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২২ হাজার, উদ্ধার বিপুল আগ্নে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
যাত্রাবাড়ীতে মুরগিবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
দীর্ঘ দুই দশক পর ফেনী যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তায় সর্বো…
  • ২৫ জানুয়ারি ২০২৬
গভীর রাতে মিরপুর বস্তিতে আগুন, স্থানীয়দের চেষ্টায় নিয়ন্ত্…
  • ২৫ জানুয়ারি ২০২৬