সংস্কার ও পরিবর্তন প্রস্তাব

শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে: পিএসসি চেয়ারম্যান

১৬ জানুয়ারি ২০২৫, ১১:২০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
পিএসসির কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ

পিএসসির কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে শিক্ষার্থীদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে। তিনি বলেন, যে সকল সংস্কার ও পরিবর্তনের মতামত শিক্ষার্থীরা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে। উপযুক্ত পরামর্শগুলো বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কমিশন সচিবালয়ের ৭১ মিলনায়তনে ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন: অংশীজনের ভাবনা’ শীর্ষক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

ড. মোবাশ্বের মোনেম বলেন, এটি একটি ঐতিহাসিক দিন, এর আগে কখনো শিক্ষার্থীদের সাথে এ ধরনের কোনো কর্মশালা বা মতবিনিময় সভা করা হয়নি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরো করার অভিপ্রায় রয়েছে। ইউনিক আইডি প্রদান সম্পর্কে তিনি বলেন, ইতোমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।

এ সময় আগত বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। শিক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস নিয়ে মতামত দেন এবং ১ বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করতে রোডম্যাপ প্রণয়নের অনুরোধ জানান।

শিক্ষার্থীরা বলেন, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার জন্য নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে, যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিবর্গ ও পরীক্ষার্থীরা অবস্থান করবে। মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়ম না ঘটে সেজন্য তারা চেয়ারম্যান ও সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। ইউনিক আইডি দিয়েই পিএসসি'র সকল পরীক্ষায় অংশগ্রহণ করার দাবি উত্থাপন করেন তারা।

এ সময় কমিশনের সদস্যবৃন্দ, কমিশন সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামায়াতের আরও এক প্রার্থীর মনোনয়ন বাতিল
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ জানুয়ারি ২০২৬
ঢাবির ব্যবসায় ইউনিটের ফল প্রকাশ, ৯০ শতাংশই ফেল
  • ০৪ জানুয়ারি ২০২৬
দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান: মির…
  • ০৪ জানুয়ারি ২০২৬
প্রতি রিফ্রেশেই ফলোয়ার হারাচ্ছে কলকাতা
  • ০৪ জানুয়ারি ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নেবে শিক্ষক, পদ ২৩, আবে…
  • ০৪ জানুয়ারি ২০২৬