চাকরিপ্রার্থীদের ভিড় © ফাইল ছবি
৫০তম বিসিএসে অংশগ্রহণের জন্য ২ লাখ ৯০ হাজারের বেশি চাকরিপ্রার্থী আবেদন করেছেন। এ আবেদন সংখ্যা বিশ্বের ২২টি স্বাধীন দেশের জনসংখ্যার চেয়েও বেশি।
বিশ্বের জনসংখ্যার হিসেব রাখা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৯৫টি স্বাধীন দেশ রয়েছে। জনসংখার দিক দিয়ে ১৭৪তম অবস্থানে রয়েছে বারবাডোজ। বারবাডোজের বর্তমান জনসংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬২৩ জন। আর ১৯৫তম অবস্থানে থাকা হলি সি’র জনসংখ্যা ৫০১ জন। অন্যদিকে ৫০তম বিসিএসে মোট আবেদন করেছেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন–ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।
এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ তিনটি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে তিনটি বিষয়ের। মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।
নম্বর বণ্টন যেভাবে
১. বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)।
২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)।
৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)।
৪. আন্তর্জাতিক বিষয়াবলি: ২৫ (৫ নম্বর বেড়েছে)।
আরও পড়ুন: শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)।
৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)।
৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)।
৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)।
৯. মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)।
১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)।