৫০তম বিসিএসে কত আবেদন পড়ল

০৫ জানুয়ারি ২০২৬, ০২:৫১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৫০তম বিসিএসের আবেদন গ্রহণ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। এ বিসিএসে অংশগ্রহণের জন্য প্রায় তিন লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন। সোমবার (০৫ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা বলেন, ৫০তম বিসিএসে অংশগ্রহণের জন্য ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫০তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫। আর নন-ক্যাডার পদের সংখ্যা ৩৯৫। এই বিসিএস থেকে ক্যাডার ও নন–ক্যাডার মিলে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

এদিকে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার (এমসিকিউ) নম্বর বণ্টন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। নম্বর কমেছে বাংলা, ইংরেজিসহ তিনটি বিষয়ে। বিপরীতে নম্বর বৃদ্ধি পেয়েছে তিনটি বিষয়ের। মোট নম্বর অপরিবর্তিত রয়েছে।

নম্বর বণ্টন যেভাবে
১. বাংলা ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)।

২. ইংরেজি ভাষা ও সাহিত্য: ৩০ (৫ নম্বর কমেছে)।

৩. বাংলাদেশ বিষয়াবলি: ২৫ (৫ নম্বর কমেছে)।

৪. আন্তর্জাতিক বিষয়াবলি: ২৫ (৫ নম্বর বেড়েছে)।

আরও পড়ুন: শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতন হতে পারে চলতি সপ্তাহেই, তবে...

৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১০ (অপরিবর্তিত)।

৬. সাধারণ বিজ্ঞান: ১৫ (অপরিবর্তিত)।

৭. কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: ১৫ (অপরিবর্তিত)।

৮. গাণিতিক যুক্তি: ২০ (৫ নম্বর বেড়েছে)।

৯. মানসিক দক্ষতা: ১৫ (অপরিবর্তিত)।

১০. নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: ১৫ (৫ নম্বর বেড়েছে)।

মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনএসইউ-রেজিনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৯ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬