ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউট /টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম গ্রেডভুক্ত ইন্সট্রাক্টর (টেক) ও ওয়ার্কসপ সুপার পদে নিয়োগ পরীক্ষার ফল তৈরির কাজ শুরু হয়েছে। তবে কবে নাগাদ এ নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রবিবার (১২ জানুয়ারি)  দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। তবে ফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।’

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, ইন্সট্রাক্টর নিয়োগ পরীক্ষার ফলাফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়ে আসা হয়েছিল। তবে ৯ জন প্রার্থীর কাগজপত্র ঠিক না থাকায় তাদের ভাইভা নেওয়া হয়নি। পরবর্তীতে ওই প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। এই রিটের প্রেক্ষিতে পরবর্তীতে গত ১ জানুয়ারি ওই প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, নয়জন প্রার্থীর ভাইভা নতুন করে নেওয়ার কারণে ইন্সট্রাক্টর নিয়োগের ফলাফল নতুন করে তৈরি করতে হবে। তবে নন-ক্যাডারের আরও বেশ কিছু নিয়োগের ফলাফল তৈরির কাজ চলমান থাকায় ইন্সট্রাক্টর নিয়োগের ফলাফল তৈরি করতে কিছুটা বিলম্ব হবে।

জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে ইন্সট্রাক্টর নিয়োগের মৌখিক শুরু হয়। ২০২৪ সালের ২ জুন পরীক্ষা শেষ হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার সাত মাস অতিবাহিত হলেও এখনো ফল প্রকাশিত হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রত্যাশীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. মামুন হাসান জানান, ১৮১টি পদের বিপরীত  ৬৯০জন  প্রার্থী ভাইভা  দিয়েছে। একই স্মারকে ইন্সট্রাক্টর ও জুনিয়র ইন্সট্রাক্টরের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল এক মাস আগে প্রকাশিত হয়েছে। তবে ৯ম গ্রেডভুক্ত ইন্সট্রাক্টর ও ওয়ার্কসপ সুপার পদে নিয়োগের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের দাবি জানান তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence