৪৫তম বিসিএসের লিখিতের খাতা দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শুরু

১৪ জুন ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা প্রথম পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষ হয়েছে। খাতাগুলো দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মূল্যায়ন শেষ করতে পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম পরীক্ষকের খাতা মূল্যায়ন শেষ হয়েছে। দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শুরু হয়েছে৷ ধাপে ধাপে খাতা দ্বিতীয় পরীক্ষকের কাছে পাঠানো হচ্ছে।

এর আগে গত ২৩ জানুয়ারি (বৃস্পতিবার) থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। যা চলে ৩১ জানুয়ারি পর্যন্ত। রাজধানী ঢাকাসহ ৮ বিভাগের ১৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হতে পারে।

এর আগে গত বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম উত্তীর্ণ হন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন। লিখিত পরীক্ষা শুরুর জন্য গেল বছরের ২৭ নভেম্বর তারিখ ঠিক করা হলেও দেশের পরিস্থিতি বিবেচনায় এ পরীক্ষা স্থগিত করা হয়।

আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘সরকার ঋণ বাড়িয়ে শুধু পাবলিক সেক্টরের কর্মীদের সুবিধা দিচ…
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবি প্রেসক্লাবের পিঠা উৎসবে সাংবাদিকদের মিলনমেলা
  • ২২ জানুয়ারি ২০২৬
জমি বিরোধকে কেন্দ্র করে তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ২২ জানুয়ারি ২০২৬