আচরণবিধি লঙ্ঘন 

জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা

২২ জানুয়ারি ২০২৬, ১০:২৯ PM
গাজী এনামুল হক ও শহীদ ইকবাল হোসেন

গাজী এনামুল হক ও শহীদ ইকবাল হোসেন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই যানজট সৃষ্টি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে যশোর-৫ (মনিরামপুর) আসনের দুই প্রার্থীকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় মনিরামপুর উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের শহীদ ইকবাল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রচারণাকালে অতিরিক্ত লোকসমাগম ও শোভাযাত্রার কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রার্থীদের অর্থদণ্ড প্রদান করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে প্রশাসন বদ্ধপরিকর। ভবিষ্যতেও কোনো ধরনের লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের পক্ষ থেকে সব প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।

দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬
আন্তর্জাতিক শিক্ষা দিবস ও শিক্ষার নতুন ভাবনা
  • ২২ জানুয়ারি ২০২৬
জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীকে আড়াই লাখ টাকা জরিমানা
  • ২২ জানুয়ারি ২০২৬
হৃদ্যতাপূর্ণ বার্তা প্রেরণে চিঠির যুগ; আধুনিকতায় হারিয়ে যাচ…
  • ২২ জানুয়ারি ২০২৬