১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা

২২ জানুয়ারি ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০২:১৯ PM
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা © সংগৃহীত

সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না পাওয়ার প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল এই চরম সিদ্ধান্ত ঘোষণা করেন। এ সময় সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শিল্পটির বর্তমান সংকটাপন্ন অবস্থা তুলে ধরে বলেন, ‘আগামী ১ ফেব্রুয়ারি থেকেই সব ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা শুধু বন্ধই করছি না, বর্তমানে আমাদের ব্যাংক ঋণ পরিশোধের সক্ষমতাও অবশিষ্ট নেই।’

আরও পড়ুন: মৌখিক পরীক্ষা কবে, যা বলছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

মালিকদের আর্থিক দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘অব্যাহত লোকসানে আমাদের পুঁজি অর্ধেকের নিচে নেমে এসেছে। সব সম্পত্তি বিক্রি করে দিলেও ব্যাংকের পাওনা পরিশোধ করা সম্ভব হবে না। এ অবস্থায় শিল্প পরিচালনা করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।’

সংকটের সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরে ধরণা দিয়েও কোনো সুফল পাননি বলে অভিযোগ করেন শওকত আজিজ রাসেল। 

আমলাতান্ত্রিক জটিলতার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা প্রতিটি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব বিভাগে গিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা কেবল দায়িত্ব এড়িয়ে একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছে (পিলো পাসিং)। সংকটের স্থায়ী সমাধানে কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি।’

যোগদানের দিনে আট ইউএনওর বদলি আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যয়ের জন্য দশ টাকা থেকে সামর্থ্যের সর্বোচ্চ অনুদ…
  • ২২ জানুয়ারি ২০২৬
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ৭ রোহিঙ্গা আনোয়ারায় আটক
  • ২২ জানুয়ারি ২০২৬
ক্রীড়া উপদেষ্টার সভায় বিশ্বকাপ রহস্য উদঘাটনের আশা মেহেদীর
  • ২২ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ নিয়ে যা বললেন আইসিটি সেন্টা…
  • ২২ জানুয়ারি ২০২৬
মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬