আইআইইউসিতে নবীন বরণ ও স্নাতক সমাপনী

০৪ জুন ২০২২, ০৭:৩৩ PM
আইআইইউসিতে নবীন বরণ ও স্নাতক সমাপনী

আইআইইউসিতে নবীন বরণ ও স্নাতক সমাপনী © টিডিসি ফটো

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে মাস্টার্স ইন ইসলামিক স্টাডিজ (এমডিআইএস) প্রোগ্রামের নবীন বরণ ও স্নাতক শেষ করা শিক্ষার্থীদের নিয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শনিবার (০৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামের কনফারেন্স হলে দা’ওয়াহ বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক আ ফ ম নুরুজ্জামানের সভাপতিত্বে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ আমিনুল হকের পরিচালনায় দুপুর ১২ টা থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীয়া'হ অনুষদের ডীন অধ্যাপক ড. শাকের আলম শওক্ব। 

আরও পড়ুন: বিয়ের জন্য মাঠ ভাড়া দেবে বার্সেলোনা

প্রধান অতিথির বক্তবে ড. শাকের আলম শওক্ব আউটগোয়িং ছাত্রদের উদ্দেশ্যে বলেন; তোমরা এই বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ বিভাগ ও শরীয়া’হ অনুষদের অ্যাম্বাসেডর। তোমরা নিজেকে যোগ্য করে দেশ ও জাতির সেবায় কাজ করবে সেটাই আমি প্রত্যাশা করি। 

এসময় তিনি দা’ওয়াহ বিভাগের স্নাতক পড়ুয়া শিক্ষার্থীদের বলেন; তোমরাও অ্যাম্বাসেডর হবে। অ্যাম্বাসেডর হতে হলে নিজেকে কিভাবে যোগ্য করে গড়ে তুলতে হয়, সেটি আমাদের ৪ বছর মেয়াদী কোর্সে ভালোভাবে সাজানো আছে। সেগুলা ভালোভাবে অধ্যয়ন করলে তোমরা সঠিক অ্যাম্বাসেডর হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে বলে আশাবাদী। এসময় তিনি মাস্টার্স প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও সকলের জন্য সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আ ফ ম নুরুজ্জামান প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এসময় তিনি ইউজিসির নির্দেশনা অনুযায়ী অ্যালমোনাই ফিডব্যাক গ্রহনের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন; বিভাগের বহুমুখী উন্নয়েনে অ্যালমোনাইদের পরামর্শ গ্রহন অতীব জরুরী। এই লক্ষ্যেই আজকের এই আয়োজন। ইউজিসির নির্দেশানার আলোকে দা’ওয়াহ বিভাগ খুব দ্রুতই আরও পদক্ষেপ নিবে বলে তিনি শিক্ষার্থীদের জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শরীয়া’হ অনুষদের সাবেক ডীন অধ্যাপক ড. শাফী উদ্দীন মাদানী, দা’ওয়াহ বিভাগের জিএস নাজমুল ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দা’ওয়াহ ক্লাবের সাবেক জিএস যথাক্রমে হাসান আল বান্না ও আমান উল্লাহ। আরও বক্তব্য রাখেন মো. জেবায়ের, খালেদ হোসাইন, মানসুরুল আলম হোসাইন, মাস্টার্সের নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মঈনুল ইসলাম।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাওয়াহ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শাহজালাল মাদানী, লেকচারার শোয়াইব রশিদ মাক্কী, আব্দুর রহিম, ড. সউদ বিন মোহাম্মাদ, মুসলিম হায়দারসহ বিভিন্ন সেমিষ্টারের  অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬