ইউল্যাবের ষষ্ঠ সমাবর্তন আজ

  © ফাইল ছবি

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সোমবার। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সমাবর্তন হবে ভার্চুয়ালি। এবার স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রাম থেকে ৭৫৪ জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেবেন। বিকাল ৩টা থেকে শুরু হবে সমাবর্তনের আনুষ্ঠানিকতা।  

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভাপতিত্ব করবেন। সমাবর্তনে বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সমাবর্তন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান জানান, ‘করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে সমাবর্তন করছি আমরা। তবে আমাদের চেষ্টা থাকবে অনুষ্ঠানকে যতটা লাইভলি করা যায়।’

ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলাম বলেন, ‘ইউল্যাবের ষষ্ঠ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের ৯টি প্রোগ্রামের অধীনে ৭৫৪ শিক্ষার্থী অংশ নেবে। এই সমাবর্তন যদিও ভার্চুয়ালি, কিন্তু ইউল্যাবের পক্ষ থেকে যতটা সম্ভব প্রাণবন্ত করার চেষ্টা করছি। সমাবর্তনের মূল প্রতিপাদ্যের অর্থই হচ্ছে যাবতীয় প্রতিকূলতার বিপক্ষে অবস্থান। আমরা আশা করছি আমাদের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিয়ে অনুষ্ঠানকে সফল করবে।’

ইউল্যাব জানায়, অনলাইনে আয়োজিত এ সমাবর্তন ইউল্যাবের অফিসিয়াল ফেসবুক পেজ (www.facebook.com/ULABian) এবং ইউটিউব চ্যানেলে (www.youtube.com/ULABian) সরাসরি সম্প্রচার হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence