সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে মানববন্ধনে ছাত্রশিবিরের নেতাকর্মীরা © টিডিসি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদ (দেকসু) নির্বাচন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি দেবেন্দ্র কলেজ শাখা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ১১ ঘটিকায় মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মানিকগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি মাহাবুবুর রহমান, দপ্তর সম্পদক আব্দুল মতিন, প্রকাশনা সম্পাদক মাসুদ রানা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজ শাখা সভাপতি মোশারফ হোসেন, সেক্রেটারি মো. আরিফ হোসেন, দপ্তর সম্পাদক মো ফাহিম হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহিম বিন সারোয়ার দৌলতপুর সভাপতি আব্দুর রহমান, সাটুরিয়া উপজেলা সভাপতি ওমর ফারুক, সংস্মৃতি বিভাগের সহকারী পরিচালক মতিউর রহমান হাসান, মানিকগঞ্জ পৌরসভা সভাপতি এসএম মাহফুজ, সেক্রেটারি রাইসুল ইসলাম রাফিসহ অনেকে।