নর্থ সাউথের ভিসি অবরুদ্ধ

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

দুই দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির ১ নম্বর গেটের আশেপাশে অবস্থান নিয়েছেন হাজারো শিক্ষার্থী। দাবি আদায় না হওয়ায় বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সকল গেট অবরূদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

আন্দোলনে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী রায়হান মাহমুদ রাকিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সকল গেটে অবস্থান নিয়েছেন। বর্তমানে ক্যাম্পাসে ভিসি অবস্থান করছেন বলে তিনি জানান।

এর আগে এদিন দুপুর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়টির ১ নম্বর গেটের আশেপাশে অবস্থান নিয়েছেন হাজারো শিক্ষার্থী। এসময় তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে। আগামী ২২ অক্টোবর থেকে শুরু হওয়া নতুন সেমিস্টারে টিউশন ফিতে ৩০% ওয়েভার এবং স্টুডেন্ট এক্টিভিটি প্রত্যাহারে দাবিতে এ আন্দোলনে নেমেছেন তারা।

এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম ফোন রিভিস করেননি।


সর্বশেষ সংবাদ