আইআইইউসিতে ডিজিটাল মার্কেটিং নিয়ে কর্মশালা শুরু কাল 

কর্মশালার ব্যানার
কর্মশালার ব্যানার  © টিডিসি ফটো

পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) শুরু হচ্ছে ২ দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালা।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ (ডিবিএ) ও ক্রিয়েটিভ আইটি ইইনস্টিটিউট, ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মো. মাসরুরুল মাওলা।

‘দি আপকামিং ক্যারিয়ার: ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক এই ভার্চুয়াল কর্মশালার সভাপতিত্ব করবেন ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোসেন।

আয়োজকরা জানিয়েছে, কর্মশালায় প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী পৃথক পৃথক সেশনে অংশগ্রহণ করবে। এতে দেশের খ্যাতিমান ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ এবং মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওগণ প্রশিক্ষণ দিবেন এবং ক্লাস নিবেন।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সিইও মনির হোসেনও এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছে।


সর্বশেষ সংবাদ