অসহায়দের পাশে গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেত্রী

২৪ এপ্রিল ২০২০, ০৯:১৯ PM

করেনার ক্রান্তিলগ্নে চরম বিপাকে পড়া অসহায় মানুষদের পাশে দাঁড়ানো মানবতার এক অনন্য দৃষ্টান্ত।  অনেকের মত সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু সেই দৃষ্টান্তের জন্ম দিলেন।

শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধুকে সম্পূর্ণ নিজ খরচে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে গরীব ও অসহায় ৭০টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছেন তিনি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ ছিল।

খাদিজা বলেন, ‘অসহায়, দরিদ্র এসব মানুষদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে অন্যরকম প্রশান্তি পাওয়া যায়। আজ খুব ভালো লাগছে খুব কষ্টে থাকা এসব মানুষর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছি। সামনে আরে ২০০ পরিবারকে খাদ্য সহায়তার ইচ্ছা আছে। সবাই এগিয়ে আসলে দুদর্শায় থাকা এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব বলে তিনি জানান।

উল্লেখ্য, খাদিজা আক্তার সেতু গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

‘ভোটাধিকার হরণ ঠেকাতে কাফনের কাপড় প্রস্তুত রেখেই নির্বাচনে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৫ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
  • ৩১ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির রাজনীতি নয়, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জামানত কী, কেন বাজেয়াপ্ত করা হয়?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আইবিএ ও মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্তদের সংবর্ধনা দিল আদমজী …
  • ৩১ জানুয়ারি ২০২৬