আইআইইউসি ছায়া জাতিসংঘ ক্লাবের প্রবেশনারি রিক্রুটমেন্ট ২.০ শুরু

০৯ মার্চ ২০২০, ০১:৫৩ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) ৩ মার্চ থেকে দ্বিতীয়বারের মত শুরু হয়েছে আইআইইউসি ছায়া জাতিসংঘ ক্লাবের প্রবেশনারি সদস্য সংগ্রহ। সদস্য সংগ্রহের এই কার্যক্রম চলবে ১০ মার্চ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়াটিতে রয়েছে দুটি ধাপ। প্রথমে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে বাছাইকৃত আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইতোমধ্যেই প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন।

তাদের মধ্য হতে বাছাইকৃতরা সাক্ষাৎকারের মাধ্যমে পাস করে ক্লাবের প্রবেশনারি সদস্যপদ লাভ করবেন। চলমান সদস্য নিয়োগ সম্পর্কে জানাতে মেইল এবং ফিমেল ক্যাম্পাসে দুটি বুথ রয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে ছায়া জাতিসংঘ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারছেন।

চলমান এই প্রক্রিয়া পরিদর্শন করতে গিয়ে সংস্থার সভাপতি জাহিদুল হক জিহাদ বলেন, ‘এটি অনেক আশার কথা যে, প্রতিবারের তুলনায় এবার আরও বেশি শিক্ষার্থী আমাদের বুথে আসছেন এবং বিভিন্ন তথ্য ও সহায়তা পাচ্ছে। এট যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক নানা ঘটনা নিয়ে যেমন সচেতনতা তৈরী করছে তেমনি বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুটনীতি চর্চার প্রসার ঘটাচ্ছে। ফলে তাদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি ক্যারিয়ারকেও সমৃদ্ধ করবে এবং এখন থেকেই একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

উল্লেখ্য, আইআইইউসি-এর সবচেয়ে সক্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি আইআইইউসি ছায়া জাতিসংঘ সংস্থা (IIUC Model UN Club)। ২০১৫ সাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে দুটি আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন সফলভাবে আয়োজন করে সংস্থাটি।

শিক্ষার্থীদের বিভিন্ন এক্সট্রা কো-কারিকুলার এক্টিভিটি এবং বিভিন্ন দক্ষতার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে ক্লাবটি। পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনে গিয়ে অসংখ্য পুরষ্কার জয়ের উদাহরণ রেখে দেশ এবং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে তারা।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবে…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কর্মক্ষেত্রে মামা খালুর হিসাব নেব না: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিএনপির হাতে দুদিনে ১৪টি নারী হেনস্তার ঘটনা, অভিযোগ ঢাবি ছা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
নিজ জেলায় কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ নেই
  • ২৭ জানুয়ারি ২০২৬
১২ ফেব্রুয়ারি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠবেন: তারেক রহমান
  • ২৭ জানুয়ারি ২০২৬
টেরিটরি সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ওয়ালটন, বয়স ২০ হলেই আব…
  • ২৭ জানুয়ারি ২০২৬