বিজিসি ট্রাস্টে পর্দা নামল সিএসই বিভাগের উইন্টার স্কুলের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০, ০৫:৪২ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২০, ০৫:৪২ PM
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (বিজিসিটিইউবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন উইন্টার স্কুলের ৩ দিন ব্যাপী কার্যক্রম শেষ হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুল আবছারের সভাপতিত্বে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এর আগে গত ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরোজ কান্তি সিংহ হাজারী।
উইন্টার স্কুল কার্যক্রমের আহবায়ক কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক শুভাশীষ ঘোষের তত্ত্বাবধানে ৩ দিনব্যাপী উইন্টার স্কুল কার্যক্রমের মধ্যে ছিল প্রজেক্ট এক্সিবিশন, মোটিভেশনাল স্পীচ, পোষ্টার প্রেজেন্টেশন, পিঠা উৎসব, গেমিংজোন, ফিল্ম ফেষ্টিভ্যাল, দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও এ্যাওয়ার্ড প্রদান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর এ. এন. এম ইউসুফ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এফ. এম. আখতারুজ্জামান কায়সার।
এছাড়াও মোটিভেশনাল স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদ মোস্তফা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. ফাহিম ইরফান আলম।
উইন্টার স্কুলের বিভিন্ন সেশন পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সালাহ উদ্দীন চৌধুরী, সহকারী অধ্যাপক মঞ্জুর আলম, সহকারী অধ্যাপক সামশুন নাহার সোমা, প্রভাষক অভিজিৎ পাঠক, প্রভাষক আবদুল ওয়াহাব, প্রভাষক ফেরদৌসারা, প্রভাষক আবীর মাহমুদ প্রভাষক নাজমুন নাহার।