বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে রোবটিক্স কর্মশালা

৩০ আগস্ট ২০১৯, ১১:২৫ AM

© টিডিসি ফটো

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (বিজিসিটিইউবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রোবটিক্স ক্লাবের উদ্যোগে জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) সহযোগিতায় আইওটি, কোয়াডকপ্টার এন্ড রোবটিক্স শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসাইন।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক আ. ন. ম. ইউসুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ডেপুটি কন্ট্রোলার মাকসুদুর রহমান চৌধুরী ও সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে সেশন নিয়েছেন জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার ফারহান ফেরদৌস, জেবিআরএটিআরসির এডভাইজার ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ই.ই.ই.বিভাগের সহকারী অধ্যাপক ফারকির মাশুক আলমগীর এবং জেবিআরএটিআরসির টেকনিক্যাল ডিরেক্টর ও রোবো টেক ভেলির সিইও এ.এস.এম আহসানুল এস আকিব।

সিএসই বিভাগের শিক্ষক শুভাশীষ ঘোষের উপস্থাপনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিজিসিটিইউবি রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট ও সিএসই বিভাগের প্রভাষক অভিজিৎ পাঠক, ক্লাবের সদস্য ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ফেরদৌস আরা, প্রভাষক নাজমুন নাহার সহ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

কর্মশালায় প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। শিক্ষার সাথে প্রযুক্তির মেলবন্ধনের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। যে দেশ প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকবে ঐ দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। যুগের প্রয়োজনে রোবটই মানুষের সাথে সাথে বিভিন্ন কাজ করবে যা বর্তমান বিশ্বে অনেক উন্নত দেশে শুরু হয়েছে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও এই বিষয়ে মেধার বিকাশ ঘটাতে হবে। তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের সর্বাত্মক সহযোগিতা করবে।

কর্মশালায় বক্তারা বলেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ শহর থেকে দূরে গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। অনেক চ্যালেঞ্জ নিয়ে শিক্ষায় ও গবেষণায় এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষ করে তুলছে। রোবটিক্স টেকনোলজিতেও শিক্ষার্থীদের পারদর্শী করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। চট্টগ্রামে প্রথম বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে জেবিআরএটিআরসি রোবটিক্স কর্মশালা করছে।

৪র্থ শিল্প বিপ্লবে শিল্পকারখানায় কম দামে জিনিস উৎপাদন করতে হলে, প্রোডাকশন বাড়াতে হলে উৎপাদন প্রক্রিয়াকে অটোমেশন করতে হবে। সার্ভিস গুলো অটোম্যাট করতে হবে। এক্ষেত্রে রোবটিক্স প্রয়োজন।

এছাড়াও রোবোটিক্স প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যা আজ বিজ্ঞান গবেষণা, চিকিৎসা, মহাকাশ এবং শিল্প সেক্টরে ব্যবহারের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী শতাব্দী হবে অনেকটা রোবট নির্ভর। বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তাই রোবট তৈরীর ক্ষেত্রে এবং তা যাতে বাণিজ্যিকভাবে তৈরীর সফলতা আমরা অর্জন করতে পারি সেটাই আমরা আমাদের কর্মশালায় কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের মাঝে উপস্থাপনের চেষ্টা করছি। যাতে তারা প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে। রোবটিক্সে নতুন উদ্ভাবনী উদ্যোগ নিতে পারবে।

বক্তারা এই কর্মশালার সকল উদ্যোক্তা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, সিএসই বিভাগ, রোবটিক্স ক্লাব ও জেবিআরএটিআরসিকে ধন্যবাদ দেন। আশাবাদ ব্যক্ত করে বলেন শিক্ষার্থীরা রোবটিক্স বিষয়ে অনেক কিছু শিখতে পারবে।

এ কর্মশালায় একটি বাংলায় কথা বলা রোবট ডিসপ্লে, ডেমোনেস্ট্রেশন সহ রোবটিক্স সংক্রান্ত সকল বিষয় সম্পর্কে অংশগ্রহণকারীদের বৃহৎ ধারণা দেওয়া হয়েছে। কর্মশালা শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা রিসোর্স প্যানেলকে বিভিন্ন প্রশ্ন করে তাদের অজানা বিষয় গুলো জেনে নিয়েছে।

এছাড়া প্রোগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় বিজিসিটিইউবি রোবটিক্স ক্লাবের শিক্ষার্থীদের তৈরীকৃত প্রজেক্ট চট্টগ্রামে প্রথম পরিবেশবান্ধব স্মার্ট ডাস্টবিনের উদ্বোধন করেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। স্মার্ট ডাস্টবিন প্রজেক্টি তৈরীতে অংশগ্রহণ করেছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. জিয়াদ হোসাইন, ইমতিয়াজ হোসাইন, হোসাইন বিন শহীদ ও আকিব উদ্দীন নয়ন।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। কর্মশালা শেষে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।

পাকিস্তান সফরে নেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের ৫ তারকা
  • ১৯ জানুয়ারি ২০২৬
স্টামফোর্ডে শেষ হলো ১০ম এসডিএফ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫
  • ১৯ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, ডিস্ট্রি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার মিরপুরের উইকেটের সমালোচনা আমের জামালের
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9