গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের বর্ণিল সংবর্ধনা

১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৯ PM
আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা © সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় গাজীপুরের জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এই বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক। ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মুহম্মদ কামরুজ্জামান।

এছাড়া সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. হাকিকুর রহমানের সভাপতিত্বে ৩০টি কলেজের ৫০০ শতাধিক শিক্ষার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি। আধুনিক ক্লাসরুম,ল্যাব,মানসম্মত শিক্ষক, তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য আইএসইউ বদ্ধপরিকর। শিক্ষার্থীদের যোগ্যতা অনুযায়ী, পার্টটাইম ও গ্র্যাজুয়েশনের পর চাকরির সুবিধা দিচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

আইএসইউ'র জনসংযোগ বিভাগ জানায়, উচ্চশিক্ষায় আগ্রহ সৃষ্টি, ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষার্থীদের অর্জনকে সম্মান জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালের উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে অংশগ্রহণকারী জন্য ছিল ক্রেস্ট, ক্যালেন্ডার, র‌্যাফেল ড্রসহ আকর্ষণীয় উপহার। পাশাপাশি, আইএসইউতে ভর্তির ক্ষেত্রে টিউশন ফি-এর উপর অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা।

আইন বিভাগের প্রভাষক মায়িশা আফিয়া যারিন ও জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সাদউল কাদের, আইন বিভাগের প্রধান অ্যাডভোকেট রাশেদ আহমেদ, অ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জগলুল হক মৃধা, এডমিশন বিভাগের অতিরিক্ত পরিচালক আব্দুল গাফফার, যুগ্ম পরিচালক মো. আবু নাজিম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নুরুজ্জামান ফারাবী, সহকারী পরিচালক শামীম সরকার ও সুজন মিয়াসহ বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও শিক্ষকরা। সংবর্ধনার পর অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
গভীর রাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৪: প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসান মুন…
  • ২০ জানুয়ারি ২০২৬
সর্বোচ্চ দল নিয়ে বুধবার শুরু হচ্ছে ১৬তম জাতীয় আরচ্যারী চ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
সুজুকি মোটরবাইক প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে যুগ্ম চ্যাম্পিয়ন …
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9