গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ১৯ জানুয়ারি © সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মানে বর্ণিল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)। আগামী ১৯ জানুয়ারি ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তোলা, ভবিষ্যৎ ক্যারিয়ারের সঠিক দিকনির্দেশনা প্রদান, দেশ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে সচেতন করা এবং কৃতিত্বপূর্ণ অর্জনকে সম্মান জানানোর লক্ষ্যেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য থাকবে ক্রেস্ট, ক্যালেন্ডার, র্যাফেল ড্রসহ আকর্ষণীয় উপহার। পাশাপাশি আইএসইউতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য টিউশন ফি’র উপর ২০% থেকে ১০০% পর্যন্ত বিশেষ স্কলারশিপ এবং সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে অতিরিক্ত ১০% ওয়েভার সুবিধা প্রদান করা হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল ও সম্মানিত শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের পূর্বে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নাম্বার: ০১৩১৩৪০০৬০০, রেজিস্ট্রেশন লিংক: https://tinyurl.com/mryuma4v