আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

০২ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ PM
ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি ও ইউজিসি লোগো

ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি ও ইউজিসি লোগো © লোগো

আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-২০২৬ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। সম্প্রতি কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত এবং একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নারায়ণগঞ্জে অবস্থিত ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট এন্ড টেকনোলজি। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে কোনো নতুন শিক্ষার্থী ভর্তি করা যাবে না। তবে কমিশনের এই সিদ্ধান্ত ‘জানুয়ারি ২০২৬’ থেকে কার্যকর হবে বিধায় এর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বর্তমান শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন মো. সুলতান মাহমুদ।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা নানক পরিবারের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ

পত্রে বলা হয়, ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির সার্টিফিকেট সংক্রান্ত অভিযোগ যাচাই, ওয়েবসাইট ডোমেইন পরিবর্তন, অবকাঠামো ও সার্বিক বিষয়ে তদন্তের লক্ষ্যে কমিশন কর্তৃক ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ এবং কমিশনের ৫৮তম মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী নিম্নলিখিত নির্দেশনাসমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল:

১) কমিশন কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি-এর সকল প্রোগ্রামে আগামী জানুয়ারি ২০২৬ তারিখ হতে নতুন শিক্ষার্থী ভর্তি সম্পূর্ণরূপে বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে উক্ত তারিখের পূর্বে চলমান কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

২) বিশ্ববিদ্যালয় শুরু থেকে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সকল শিক্ষার্থীদের সাল ও বিভাগভিত্তিক বিস্তারিত তথ্য ছক অনুযায়ী আগামী ১০ জানুয়ারির মধ্যে (এক্সেল ফরমেটে সফট ও হার্ড কপি) অবশ্যই কমিশনে প্রেরণ করতে হবে। ছকে শিক্ষার্থীর নাম, ভর্তির সাল (সেমিস্টার উল্লেখপূর্বক), আইডি নং ইত্যাদি যুক্ত করতে বলা হয়েছে।

জানা গেছে, একই সময়ে বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ’-এ চলতি জানুয়ারি-২০২৬ সেশন থেকে সব ধরনের প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইউজিসি। সম্প্রতি কমিশনের ৫৮তম সভার সিদ্ধান্ত এবং একটি তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেসরকারি এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারির দায়িত্ব রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু নার্গিস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান। এছাড়া তাদের কন্যা এস. আমরিন রাখি বোর্ড অব ট্রাস্টির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন।

তথ্য দেওয়ার পরেও মনোনয়ন বাতিলের অভিযোগ জামায়াত নেতা আযাদের
  • ০৩ জানুয়ারি ২০২৬
ইসলামী বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
ওসমান হাদি হত্যায় জড়িত সবাইকেই বিচারের আওতায় আনা হবে: নৌ উপ…
  • ০২ জানুয়ারি ২০২৬
পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
‘এখন উনারা ভোট করবো কারে লই?’
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!