এনএসইউতে জাতিসংঘ দিবস সেমিনার: ভেটো ব্যবহারে জবাবদিহিতা ও সংস্কারের ওপর জোর

২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ PM
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন © সংগৃহীত

দক্ষিণ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (SIPG), নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), H&H (হুসাইন অ্যান্ড হুসাইন) ফাউন্ডেশন এবং ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (UNA), লুটন শাখা (UK)-এর সহযোগিতায় ‘জাতিসংঘ দিবস: জাতিসংঘ সংস্কারের সমালোচনামূলক পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সেমিনার বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সাইন্ডিকেট হল, এনএসইউতে আয়োজন করে জাতিসংঘ দিবস ২০২৫ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কূটনীতিক, পণ্ডিত, নীতিনির্ধারক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং জাতিসংঘ সংস্কার নিয়ে আলোচনা করেন, বিশেষভাবে পাঁচটি স্থায়ী সদস্য (P5) দ্বারা ভেটো ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শুরু হয় Syedul Islam, H&H ফাউন্ডেশনের জয়েন্ট সেক্রেটারি জেনারেলের স্বাগত বক্তৃতা দিয়ে। এরপর জাতিসংঘের মিশন এবং শান্তি, সহযোগিতা ও উন্নয়ন প্রচারের ক্ষেত্রে তার বৈশ্বিক ভূমিকা নিয়ে প্রতিফলন শেয়ার করা হয়।

ড. ডেভিড চিজম্যান, UNA–লুটন (UK)-এর সেক্রেটারি, মূল বক্তৃতায় জাতিসংঘ ব্যবস্থার সংস্কারের গুরুত্ব, বিশেষ করে ভেটো প্রক্রিয়া পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি প্রধান শক্তিগুলোর ওপর সম্মিলিতভাবে কাজ করার দায়িত্ব এবং বাংলাদেশকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে গঠনমূলক অবদান রাখতে সক্ষম দেশের সম্ভাবনা তুলে ধরেন।

বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি জাতিসংঘের বৈশ্বিক সংঘাত মোকাবেলায় চ্যালেঞ্জ এবং নিরপেক্ষ দেশের গঠনমূলক ভূমিকার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বাংলাদেশের সক্ষমতা তুলে ধরেন এবং দেশের আন্তর্জাতিক মঞ্চে সক্রিয়ভাবে নিজের কণ্ঠস্বর তুলে ধরার আহ্বান জানান।

ড. নাজিয়া খানম OBE, UNA–লুটন (UK)-এর চেয়ার, লুটনের বহুভাষিক ও সাংস্কৃতিক পরিবেশ এবং বাংলাদেশের সঙ্গে তার সাদৃশ্য তুলে ধরেন। তিনি যুব সমাজের জাগরণ এবং বৈশ্বিক বৈচিত্র্য উপস্থাপনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জাতিসংঘের উন্নয়নমূলক সাফল্যগুলো স্মরণ করিয়ে দিয়ে নিরাপত্তা পরিষদ সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
ড. সাইমা খান, UNAIDS বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর, জাতিসংঘের জনস্বাস্থ্য, মানবাধিকার এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনে ভূমিকা এবং সরকারের প্রতি এর সমর্থনের গুরুত্ব তুলে ধরেন।

প্রফেসর ইমরান রহমান, বিশ্ববিদ্যালয় অব লিবারাল আর্টস বাংলাদেশ (ULAB)-এর উপাচার্য, ভেটো প্রভাব এবং জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমের কার্যকারিতার ওপর আলোকপাত করেন। ড. মোহাম্মদ নুরুজ্জামান, NSU-এর রাজনৈতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞান প্রফেসর, উন্মুক্ত ও সৎ আলোচনার প্রয়োজনীয়তা এবং জাতিসংঘের শান্তি ও উন্নয়নে অবদানের প্রশংসা করেন।

ড. সুসান ভাইজ, ইউনেস্কো প্রতিনিধি, বাংলাদেশ, জাতিসংঘের শিক্ষা, টিকাকরণ, সাংস্কৃতিক সংরক্ষণ এবং শরণার্থী সহায়তার কার্যক্রমের প্রশংসা করেন এবং বৈশ্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অ্যাম্বাসেডর এমডি. সুফিউর রহমান, SIPG-এর সিনিয়র রিসার্চ ফেলো, জাতিসংঘের গ্লোবাল নর্ম স্থাপন, বহুপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা এবং ধাপে ধাপে সংস্কারের গুরুত্বের ওপর আলোকপাত করেন।

সেমিনারটি পরিচালনা করেন প্রফেসর স্ক. তাওফিক ম. হক, PhD, SIPG, NSU-এর পরিচালক। সমাপনী মন্তব্য করেন প্রফেসর হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর আবদুর রব খান, NSU-এর ট্রেজারার এবং প্রো-ভাইস চ্যান্সেলর (ইন-চার্জ)।

অনুষ্ঠানের সমাপনীতে UNA–লুটন (UK) বাংলাদেশে সামাজিক উন্নয়ন এবং SDG প্রচারের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মাননা প্রদান করে। পুরস্কারপ্রাপ্ত সংস্থাগুলি হল ডাকবক্স ফাউন্ডেশন, H&H ফাউন্ডেশন, পাবলিক স্পিকিং ফাউন্ডেশন, এবং প্রাণ–RFL গ্রুপ।

সেমিনারে সিনিয়র একাডেমিক, কূটনীতিক, নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তারা অনুষ্ঠানটিকে গ্লোবাল গভর্ন্যান্স সংস্কার এবং জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে সমালোচনামূলক পর্যালোচনার জন্য সময়োপযোগী একটি প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন।

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল কবে?
  • ১৫ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের গ্রেড ইস্যু চূড়ান্ত করল কমিশন
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান বিএনপির
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9