আদালতের রায় নিয়ে গবিতে ফিরলেন রেজিস্ট্রার দেলোয়ার, শিক্ষার্থীদের উভমুখী প্রতিক্রিয়া

রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন
রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন  © টিডিসি ফটো

পাঁচ বছরের আইনি লড়াই শেষে আদালতের রায়ে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্ট্রার পদ ফিরে পেয়েছেন মো. দেলোয়ার হোসেন। তিনি স্বপদে যোগদান করতে এলে একপক্ষ ফুল দিয়ে বরণ করে নিলেও আরেক পক্ষ জানায় তীব্র প্রতিবাদ। এ ঘটনায় উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় ক্যাম্পাসে।

রবিবার (১৯ অক্টোবর) সকালে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজের আইনজীবিসহ উপস্থিত হন দেলোয়ার হোসেন। এ সময় একদল শিক্ষার্থী তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তাদেরকে সহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেনের কক্ষে চাকরিতে পুনর্বহালের আবেদনপত্র জমা দিতে যান তিনি।

এদিকে দেলোয়ার হোসেনের পুনর্বহালের খবরে আন্দোলনে নামে শিক্ষার্থীদের আরেক অংশ। তাদের দাবি, আদালতে 'ভুল ও বিভ্রান্তিকর তথ্য' উপস্থাপন করে রায় আদায় করেছেন দেলোয়ার হোসেন। তারা অভিযোগ তোলেন, 'দেলোয়ার হোসেন দুর্নীতিগ্রস্ত ও চরিত্রহীন'—এই অভিযোগ তুলে উপাচার্যের কক্ষে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 'লম্পটের গালে জুতা মারো তালে তালে', 'লম্পটের চামড়া, তুলে নিবো আমরা', 'ভুয়া-ভুয়া' স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক ভবন। একপর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে দেলোয়ার হোসেন ক্যাম্পাস ত্যাগ করেন।

এ বিষয়ে দেলোয়ার হোসেনের আইনজীবী কৃষ্ণ বলেন, 'আদালতের রায়ের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদন দিতে এসেছি আমরা। তবে কিছু শিক্ষার্থী এ নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে উপাচার্য চাকরিতে বহালের আবেদন গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেন।‘ এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই আইনজীবী।'

গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার দেলোয়ার হোসেন জানান, ‘আদালতের রায়ে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। আদালতের রায়ে তিনি স্বপদে বহাল রয়েছেন। আদালত তার অব্যাহতিকে অবৈধ ঘোষণা করে তাকে বিগত সময়ের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন। চাকরিতে যোগ দিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা জানান তিনি।‘

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) আবুল হোসেন জানান, ‘আদালতের রায়ে দেলোয়ার হোসেনের চাকরি পুণর্বহালে কোনো বাধা নেই। শিক্ষার্থীরা তাকে পুনর্বহালের বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর কারণে আপাতত তার আবেদন গ্রহণ করা সম্ভব হয়নি। শিক্ষার্থীরা আবেদন গ্রহণ না করার জন্য চাপ দিয়েছে। পুণর্বহালের বিষয়েও বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন।‘

তিনি বলেন, 'আপাতত নথি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।'

উল্লেখ্য, দেলোয়ার হোসেন এর আগে দীর্ঘদিন গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ ওঠে। এ বিষয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়। পরে ২০২০ সালে প্রশাসনিক অনিয়মসহ একাধিক অভিযোগের ভিত্তিতে দেলোয়ার হোসেনকে রেজিস্ট্রার পদ থেকে চাকরিচ্যুত করে গণ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন। পরে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে রিট করেন এবং সম্প্রতি আদালতের রায়ে পুনর্বহাল হন।

 

 


সর্বশেষ সংবাদ