ড্যাফোডিল ছাত্রদল নেতার বিরুদ্ধে জায়গা দখল চেষ্টার অভিযোগ
- ড্যাফোডিল প্রতিনিধি
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ AM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে লিজ নেওয়া জমি দখলের চেষ্টা এবং সেখানে চলমান কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়েরই সাবেক এক নারী শিক্ষার্থী ও উদ্যোক্তা। জায়গা দখলের অভিযুক্ত ছাত্রদলের সভাপতি প্রার্থী ফারদিন আহমেদ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী মেঘলা পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, মেঘলা রাজধানীর আশুলিয়ার ইউনুস খান স্কলার গার্ডেন-১ এর বিপরীতে পাঁচ বছরের জন্য একটি জমি লিজ নিয়ে সেখানে একটি ফুড কোর্ট নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু কাজ চলাকালে ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ফারদিন আহমেদ ওই জমিকে নিজের দাবি করে কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের হুমকি দেন বলে অভিযোগ।
মেঘলা জানান, ‘আমি এই জায়গাটি বৈধভাবে লিজ নিয়েছি এবং ফুড কোর্টের কাজ শুরু করি। কাজ চলাকালেই ফারদিন ও তার লোকজন এসে জায়গাটি নিজেদের দাবি করে কাজ বন্ধ করে দেয়। তারা শ্রমিকদের ভয়ভীতি দেখায় এবং পরবর্তীতে নিজেদের প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম ব্যবহার করে চাপ প্রয়োগের চেষ্টা করে। অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টির সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছে।‘
তিনি আরও বলেন, ‘ফারদিন মূলত বহিষ্কৃত ও ব্ল্যাকলিস্টেড শিক্ষার্থী। আমি জায়গার বৈধ কাগজপত্র দেখাতে পারবো, কিন্তু তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। আমি থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবো।‘
ঘটনার বিষয়ে জানতে পেরে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির এএসআই ওবায়দুল ঘটনাস্থলে যান। তিনি জানান, ‘অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে যাই। অভিযোগকারী বৈধ লিজের দাবি করেন এবং কাগজপত্রও দেখান। অভিযুক্তকে ফোন করলে তিনি দাবি করেন, তিনিও লিজ নিয়েছেন, তবে তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি নিজেকে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলেও জানান।‘
অভিযুক্ত ফারদিন আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে এবং আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা চলছে।‘
এই বিষয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক আহমেদ অরন্যের সঙ্গে একাধিকবার ফোন ও মেসেজে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।