‘উন্নত চিকিৎসা না পেলে মা এক বছর বাঁচবেন’, সহযোগিতার আবেদন ড্যাফোডিল শিক্ষার্থীর
- ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ PM
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী মো. রেদোয়ান হোসেনের মা রিতা খান পিত্তথলির ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ভুগছেন। চিকিৎসকদের ভাষ্য, উন্নত চিকিৎসা না করালে তিনি সর্বোচ্চ এক বছর বাঁচতে পারেন। বিদেশে চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকারও বেশি খরচ হতে পারে বলে ধারণা দিয়েছেন চিকিৎসকরা।
যশোর সদরের বাসিন্দা রেদোয়ানের পরিবার আগে এমন সংকটে পড়েনি। চলতি বছরের শুরুতে হার্টের সমস্যায় আক্রান্ত হন তার বাবা সাদরুল হোসেন খান। তার চিকিৎসার খরচ বহনের পর পরিবার অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে। বর্তমানে তিনি বাসায় আছেন। এরপর অসুস্থ হয়ে পড়েন তার সহধর্মিণী রিতা খান। পরিবারটি দোকান ভাড়া ও সিএনজি চালিত অটোরিকশার আয় দিয়ে সংসার চালাচ্ছে। বড় ছেলে রেদোয়ান ড্যাফোডিলে পড়াশোনা করছেন, আর ছোট মেয়ে কলেজে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
মায়ের চিকিৎসার জন্য এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা সম্ভব নয়। তাই রেদোয়ানের সহপাঠীরা একত্র হয়ে চিকিৎসার খরচ জোগাতে উদ্যোগ নিয়েছেন। সবার কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছেন তারা।
রেদোয়ানের সহপাঠীরা বলেন, তাদের প্রিয় বন্ধু রেদোয়ানের মা ভয়াবহ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। একটি সাধারণ পরিবারের পক্ষে এই খরচ বহন করা প্রায় অসম্ভব। কিন্তু সকলের সামান্য সহযোগিতাই এক মায়ের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে। ছোট্ট সাহায্যও হতে পারে একটি মায়ের জন্য নতুন জীবনের আলো।
সহযোগিতার জন্য অর্থ পাঠানোর মাধ্যম:
ডাচ-বাংলা ব্যাংক
অ্যাকাউন্ট নং: ২৭৭১০৫০০২৭৮১০
অ্যাকাউন্ট হোল্ডার: মো. রেদোয়ান হোসেন
শাখা: আশুলিয়া বাজার শাখা
বিকাশ: ০১৭১১২২৩৯৯৮ (রেদোয়ান)
রকেট: ০১৭২৫০৩২৪৫৫৪ (রেদোয়ান)