নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘কর্পোরেট অপরাধ’ বিষয়ক লেকচার অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে `বিজনেস ল’ টকস'
নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে `বিজনেস ল’ টকস'  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে `বিজনেস ল’ টকস' সিরিজের আওতায় অনুষ্ঠিত হলো ‘কর্পোরেট অপরাধ’ বিষয়ক বিশেষ লেকচার। শিক্ষার্থীরা এর মাধ্যমে ক্লাসরুমের বাইরে জটিল বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে আয়োজিত এই সেশনে শিক্ষক, শিক্ষার্থী ও কর্পোরেট অপরাধ বিষয়ে বিশেষজ্ঞরা অংশ নেন।

প্রধান অতিথি ড. মো. রিজওয়ানুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্যে কর্পোরেট আইন বোঝার গুরুত্ব তুলে ধরে বলেন, ব্যবসায়িক জগতে ন্যায় ও সুবিচার নিশ্চিত করতে কর্পোরেট আইন অপরিহার্য ভূমিকা রাখে।

আরও পড়ুন: ছাত্রদলের প্যানেলে স্থান পেলেন দৃষ্টি প্রতিবন্ধী এক শিক্ষার্থী

প্রধান বক্তা মো. লোকমান হোসেন তার বক্তব্যে কর্পোরেট অপরাধের নানা দিক তুলে ধরেন। তিনি ভারতের ভোপাল ট্র্যাজেডি, বাংলাদেশের রানা প্লাজা ধস এবং প্রযুক্তি বিশ্বে ফেসবুক-মেটা ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মতো উল্লেখযোগ্য উদাহরণ নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্পোরেট অপরাধ মোকাবিলায় বিভিন্ন রাষ্ট্রযন্ত্রের অবস্থান ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা কর্পোরেট অপরাধ আইন প্রয়োগ, কোম্পানিতে অপরাধের উদ্দেশ্য প্রমাণের জটিলতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আইনি চ্যালেঞ্জ নিয়ে বক্তার সঙ্গে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে লেকচার প্রদান করেন আইন বিভাগের সিনিয়র লেকচারার মো. লোকমান হোসেন। সেশনটি পরিচালনা করেন আইন বিভাগের সিনিয়র লেকচারার অ্যাডভোকেট সাকিব রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, `বিজনেস ল’ টকস' আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে জটিল বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!