জুলাই বিপ্লবে মানারাত ইউনিভার্সিটির শহীদ শাকিলের কবর জিয়ারত

শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা
শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা  © সংগৃহীত

জুলাই বিপ্লবে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে পক্ষকালব্যাপী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই ২০২৫) লক্ষ্মীপুরে শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করেন তারা।

সকালে কবর জিয়ারতের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলমের নেতৃত্বে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা। 

অন্যদের মধ্যে শহীদ শাকিল হোসেনের গর্বিত বাবা বেলায়েত হোসেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক রফিকুল আমীন খান, বিজনেস ক্লাবের সভাপতি শেখ তাকিব হাসান, সিএসই ক্লাবের সভাপতি আনিস উদ্দৌলা, বিজনেস ক্লাবের সাবেক সভাপতি নাজমুস সাকিব, সানজিদ, আহমেদ মনসুর, ডিবেট ক্লাবের জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান, বিজনেস ক্লাবের জেনারেল সেক্রেটারি কাজী মো: জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শাকিল হোসেন হত্যার বিচার দাবি করেন। তারা শহীদ শাকিল হোসেনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত শেষে শহীদ শাকিলের বৃদ্ধ বাবা-মাসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

আরও পড়ুন: ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহাবুব আলম এ সময় শহীদ শাকিলের পরিবারের সদস্যদের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রবের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানী ঢাকার উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের মেধাবী ছাত্র শাকিল হোসেন পারভেজ।

শাকিল ছাড়াও আন্দোলনে ৫ আগস্ট আশুলিয়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ছাত্র আহনাফ আবির আশরাফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই দুই শহীদ ছাড়াও আন্দোলনে আহত হন বিভিন্ন বিভাগের অনেক ছাত্রছাত্রী। 

বিশ্ববিদ্যালয়ের ওই দুই শহীদ ও আহত ছাত্রছাত্রীসহ ঐতিহাসিক জুলাই বিপ্লব ২০২৪-এর বর্ষপূর্তি স্মরণে ১৮ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত পক্ষকালব্যাপী উদযাপন অনুষ্ঠান ঘোষণা করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এরই অংশ হিসেবে শুক্রবার শহীদ শাকিল হোসেনের কবর জিয়ারত করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence