ইবি শিক্ষার্থী সাজিদের মৃত্যুতে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৪:২০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর নিথর মরদেহ উদ্ধারের ঘটনায় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৭.০৭.২০২৫ তারিখ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে সঠিক ও প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য মাননীয় ভাইস চ্যান্সেলর নিম্নরূপভাবে একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছেন।
প্রশাসনের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম। উক্ত কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
এদিকে, একই ঘটনায় সাজিদের আবাসিক হল প্রশাসনের পক্ষ থেকেও আরেকটি কমিটি গঠন করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর স্বাক্ষরিত পৃথক এক অফিস আদেশে ৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
হল প্রশাসনের গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আ.হ.ম. নুরুল ইসলাম। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী।