মানারাত ইউনিভার্সিটিতে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা 

১৫ জুলাই ২০২৫, ১০:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:২৮ AM
দিনব্যাপী এ কর্মশালা

দিনব্যাপী এ কর্মশালা © সংগৃহীত

দিনব্যাপী নানা আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার উন্নয়নে এক বর্ণাঢ্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ‘বিল্ড ইউর ফিউচার উইথ স্কিলস, ইথিকস অ্যান্ড ভিশন’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে সিএসই ক্লাবের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। স্কুল অব ইঞ্জিনিয়ারিং,সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ কর্মশালা শুরু হয়। 

ছাত্রছাত্রীদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি জাতিকে সৎ, দক্ষ ও মেধাবী জনসম্পদ উপহার দিতে মানারাত ইউনিভার্সিটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, এখানে পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ১৫টি ক্লাবের মাধ্যমে বছরব্যাপী সেমিনার, কর্মশালা, প্রতিযোগিতাসহ নানা কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় সিএসই ক্লাবের উদ্যোগে আজকের এ আয়োজন। 

পৃথক তিনটি অংশে ভিন্ন ভিন্ন বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকালে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মশালা শেষ হয়। এতে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ.এইচ.এম. আবু সায়ীদ, সিএসই ক্লাবের সভাপতি আনিস উদ্দৌলাসহ ক্লাবের অন্যন্যা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রথম অংশে ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে আইইএলটিএসর গুরুত্ব নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ব্রিটিশ কাউন্সিলের সাবেক প্রশিক্ষক প্রকৌশলী নাইম হোসেন। দ্বিতীয় অংশে ভবিষ্যৎ জীবনে পেশাগত উন্নয়নে দিক নির্দেশনা ও উচ্চশিক্ষা অর্জনে দেশে-বিদেশে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিশিষ্ট মোটিভেশনাল বক্তা ড. মির্জা গালিব। 

এছাড়া আলোচনায় অংশ নেন রয়াল প্যসিফিক এডুকেশনের নির্বাহী কর্মকর্তা মো. পাভেল সরকার। শেষ অংশে গবেষণা ও বিভিন্ন সফট স্কিল অর্জনের ওপর আলোচনা করা হয়। এতে মূল আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট গবেষক ড. আবু সুফিয়ান। এছাড়া জীবনা বৃত্তান্ত লেখার কৌশল সম্পর্কে আলোচনা করেন রয়াল প্যাসিফিক এডুকেশনের প্রশিক্ষক ইমাম তানভির আল-আলম। রিসডা, টেক পার্ক ইংলিশ, রয়াল প্যাসিফিক এডুকেশন, দিগন্ত কণ্ঠ ও ব্যাপন কর্মশালায় স্পন্সর করে।

হবিগঞ্জে সরকার নির্ধারিত দামের বাইরে গ্যাস বিক্রি, ডিস্ট্রি…
  • ১৯ জানুয়ারি ২০২৬
এবার মিরপুরের উইকেটের সমালোচনা আমের জামালের
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন চেয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
নির্বাচনী ব্যানার, বিলবোর্ড তৈরিতে নির্দেশনা দিল বিএনপি
  • ১৯ জানুয়ারি ২০২৬
সাইফের দুঃখ প্রকাশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
টেকনাফে ৭৫০ বস্তা সিমেন্ট-ট্রলারসহ ১১ পাচারকারী আটক
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9