গবেষণায় উৎকর্ষতার স্বীকৃতি পেলেন আইইউবিএটির শিক্ষার্থীরা

০২ জুলাই ২০২৫, ০৬:০৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
গবেষণায় উৎকর্ষতার শিক্ষার্থীদের স্বীকৃতি

গবেষণায় উৎকর্ষতার শিক্ষার্থীদের স্বীকৃতি © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতি প্রদান এবং উৎসাহ জোগাতে “গবেষণা উৎকর্ষতা সম্মাননা অনুষ্ঠান ২০২৫” আয়োজন করেছে।

অনুষ্ঠানটি বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

মিয়ান রিসার্চ ইনস্টিটিউট-এর আয়োজনে এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গবেষণাভিত্তিক শিক্ষা সংস্কৃতিকে আরও শক্তিশালী করা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্ঞানভিত্তিক অবদান তুলে ধরা। এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে আইইউবিএটির সুদৃঢ় অঙ্গীকারের একটি প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মিয়ান রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাজল সাহা। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও মিয়ান গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য অধ্যাপক সেলিনা নারগিস।

উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘আইইউবিএটির শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা কৃষি, প্রকৌশল, ব্যবসা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সময়োপযোগী সমস্যার সমাধানে গবেষণা একটি অপরিহার্য মাধ্যম। এ ধারা অব্যাহত রাখতে গবেষকদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.), বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচিত গবেষকদের মধ্যে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই সম্মাননা অনুষ্ঠান গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও গবেষকদের আরও অনুপ্রাণিত করবে বলে আশা করছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে চকরিয়া সুন্দরবন পুনঃপ্রতিষ্ঠা…
  • ১০ জানুয়ারি ২০২৬
সিটি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন স্নাতক পাসেই
  • ১০ জানুয়ারি ২০২৬
‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহী…
  • ১০ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে নেতাকর্মীদের হ…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9