লোগো © সংগৃহীত
১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে দিনটিকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। সোমবার (৩০ জুন) বিকেলে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব) তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এ দাবি জানায়।
সেখানে এক পোস্টে বলা হয়, ১৮ জুলাইয়ের সেই সাহসী প্রতিরোধ না হলে ৫ আগস্টের বিজয় হয়ত অধরাই থেকে যেত। এ দিনেই সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী শহীদ ও আহত হন। তাই দিনটির গুরুত্ব বিবেচনা করে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ (Private University Resistance Day) নামে জাতীয় স্বীকৃতি দেওয়া জরুরি।
পোস্টে বলা হয়, এই দিনটি শুধু স্মরণ নয়, প্রতিরোধের প্রেরণাও বয়ে আনে। আমরা চাই, এই দিনটি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাক। সরকার দ্রুত সময়ের মধ্যে ১৮ জুলাইকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করবে—এটাই আমাদের প্রত্যাশা ।
পোস্টে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাসে ১৮ জুলাই একটি মোড় ঘুরিয়ে দেওয়া দিন। এই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে দিনটিকে জাতীয় স্বীকৃতি দেওয়া সময়ের দাবি।