এফডিএই বিভাগ ও নিটারের লোগো © টিডিসি সম্পাদিত
ফ্যাশন ডিজাইনের ইতিহাস মানবসভ্যতার প্রাচীন সময় থেকে শুরু হয়েছে। মানবসভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষ নিজেকে আবৃত করার জন্য পশুর চামড়া ও প্রাকৃতিক উপাদানে তৈরি পোশাক ব্যবহার করেছে। সময়ের পরিক্রমায় সংস্কৃতি, সমাজ, প্রযুক্তি এবং অর্থনীতির পরিবর্তনের ফলে ফ্যাশনেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। প্রাচীন মিশর, গ্রীস এবং রোমান সভ্যতায় পোশাক ছিল সামাজিক অবস্থান এবং সংস্কৃতির প্রতীক। মধ্যযুগে ইউরোপে রাজকীয় পোশাক এবং অলঙ্কারযুক্ত পোশাকের প্রচলন হয় এবং রেনেসাঁ যুগে ফ্যাশন শিল্পে সূক্ষ্ম কারিগরি এবং নকশার বিকাশ ঘটে।
১৮শ শতকের শেষ ভাগে শিল্প বিপ্লবের ফলে পোশাক উৎপাদন প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসে এবং আধুনিক ফ্যাশন ডিজাইনের ভিত্তি স্থাপিত হয়। ১৯শ শতকে চার্লস ফ্রেডরিক ওর্থ ফ্যাশন ডিজাইনার হিসেবে প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ড চালু করেন। ২০শ ও ২১শ শতকে কোকো শ্যানেল, ক্রিশ্চিয়ান ডিওর, ইভ সঁ লোঁরাঁসহ অনেক বিখ্যাত ডিজাইনার বিশ্ব ফ্যাশনকে নতুন রূপ দিয়েছেন।
বর্তমানে ফ্যাশন ডিজাইন কেবল পোশাক তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির এক বিস্তৃত ক্ষেত্র। এ কারণেই ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু করেছে, যেখানে সৃজনশীলতা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়।
নিটারের ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, নিটারের একটি গতিশীল ও মুক্ত চিন্তাধারার বিভাগ; যা শিক্ষার্থীদের বিশ্বব্যাপী পরিবর্তনশীল ফ্যাশন ও টেক্সটাইল শিল্পে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করতে সর্বদা সক্রিয়। বর্তমানে বিভাগটি স্নাতক পর্যায়ে ৬০টি আসন নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
.jpg)
ডিজিটাল ফ্যাশন ও কম্পিউটার ল্যাব
প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ড. মো. আশেকুল আলম রানা বলেন, নিটারে মোট ৫ টি বিভাগ রয়েছে, যাদের প্রত্যেকেই তাদের নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য সফল। বিশেষ করে, ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগটি একটি সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ; যারা গার্মেন্টস ও ফ্যাশন শিল্পে নিজস্ব ডিজাইন, উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের প্রযুক্তি, চিন্তাশীলতা ও উদ্ভাবনের গুরুত্ব বোঝাতে নিরন্তর চেষ্টা করছি, যাতে তারা ভবিষ্যতে ডিজাইন, প্রযুক্তি ও শিল্পের জ্ঞান সমন্বয়ে ফ্যাশন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এ লক্ষ্যে, সিএলও 3D সফটওয়্যারের মাধ্যমে 3D ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ প্রদান করা হয়, যা বর্তমান বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য একটি অপরিহার্য টুল। এ ছাড়া, অনলাইন ক্লাস মনিটরিং, ডিজাইন স্টুডিওতে অ্যাপল ডেস্কটপ এবং মাল্টিমিডিয়া/ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে পাঠদান করা হয়, যা শিক্ষাকে আরও ইন্টারেকটিভ ও বাস্তবভিত্তিক করে তোলে। আরও বিশেষভাবে, ইআরপি পদ্ধতি থাকার কারণে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত অগ্রগতি পর্যালোচনা করতে পারে।
বিভাগটি ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব সায়েন্স (বি.এসসি) ডিগ্রি প্রদান করে, যেখানে ডিজাইন ভিত্তি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, প্যাটার্ন মেকিং, কোয়ালিটি কন্ট্রোল ও টেকসই উৎপাদন প্রক্রিয়ার সমন্বয়ে একটি সমৃদ্ধ কারিকুলাম রয়েছে, যা শিক্ষার্থীদেরকে ফ্যাশন ডিজাইন সেক্টরের পাশাপাশি বস্ত্র শিল্পের অন্যান্য সেক্টরে চাকুরী পেতে সাহায্য করে।
পাঠদানের বিষয়বস্তু :
নিটারের ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে- ফ্যাশন ড্রয়িং ও ফ্যাশন ইলাস্ট্রেশন, প্যাটার্ন ড্রাফটিং, কার্টিং ও অ্যাপারেল কনস্ট্রাকশন, কম্পিউটার এইডেড ফ্যাশন ডিজাইন-১,২, ফ্যাশন পোর্টফোলিও ও ডিজাইন কালেকশন, ফাইবার, ইয়ার্ন ও ফেব্রিক স্টাডিজ, ফ্যাশন রিটেইলিং, মার্কেটিং ও মার্চেন্ডাইজিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও রি-ইঞ্জিনিয়ারিং, স্পেশাল ক্লথিং ও ম্যাটেরিয়ালস, কোয়ালিটি কন্ট্রোল ও ম্যানেজমেন্ট, যা শিক্ষার্থীদের ফ্যাশন ডিজাইনারের পাশাপাশি একজন দক্ষ বস্ত্র প্রকৌশলী হতে সাহায্য করে।
বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক মো. ওয়াসিম আকরাম বলেন, এই বিভাগে রয়েছে ডিজাইন ল্যাব, প্যাটার্ন ড্রাফটিং ও কাটিং ল্যাব, সেলাই ও গার্মেন্টস প্রোডাকশন ল্যাব, ডিজিটাল ও ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন ল্যাব, টেক্সটাইল প্রিন্টিং ও ডাইং ল্যাব এবং ফ্যাশন আর্ট ও ড্রয়িং স্টুডিও। আধুনিক সফটওয়্যার যেমন: Lectra Modaris AutoCAD, CLO3D, Adobe Illustrator, Photoshop ও Marvelous Designer ব্যবহারের সুযোগও রয়েছে। নিটারের ডিজাইন স্টুডিও আধুনিক ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড সফটওয়্যার দিয়ে সজ্জিত, যা শিক্ষার্থীদের ডিজিটাল প্যাটার্ন তৈরি ও ফ্যাশন ট্রেন্ড বিশ্লেষণ করতে সাহায্য করে। এ ছাড়াও বিভাগে ‘NITER Fashion Art Gallery’ রয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের শিল্পকর্ম প্রদর্শন করতে পারে। তা ছাড়াও বিভাগে গবেষণা কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে ‘NITER Central Research Lab’, এবং একই সাথে উপযুক্ত পড়াশোনার পরিবেশ।
.jpg)
প্রদর্শনী এরিয়া
ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন :
বিভাগটির সদ্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. মো. আবুল কালাম বলেন, আমরা এই বিভাগের শিক্ষার্থীদের আধুনিক ও বাস্তবভিত্তিক শিক্ষা প্রদানের লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ কর ছি। বর্তমানে স্মার্ট বোর্ড, ফটো স্টুডিও, আধুনিক সুইং মেশিন এবং ড্রেসিং রুম যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা শিক্ষাদানের পরিবেশকে আরো সহজ ও আকর্ষণীয় করবে। আমরা দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ, টেক্সটাইল ও অ্যাপারেল ব্র্যান্ডগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছি, যাতে নিটারের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যৌথ প্রকল্প এবং চাকরির সুযোগ পায়।
তিনি আরও বলেন, আমাদের Fakir Apparels, Epyllion Group, DBL Group, Purbani Group ও RH Corporation-এর মতো নামকরা প্রতিষ্ঠানের সঙ্গে MoU (Memorandum of Understanding) স্বাক্ষরিত রয়েছে, যা চাকরির জগতে প্রবেশে নিটার শিক্ষার্থীদের বিশেষ সুবিধা প্রদান করে।
স্কলারশিপ :
নিটারে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন স্কলারশিপের আওতায় বিনা মূল্যে পড়ার সুযোগ। নিটারে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাছাইকৃত ৫% আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী ১০০% টিউশন ফি মওকুফ পেয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের ২০% পর্যন্ত টিউশন ফি মওকুফ পাওয়ার সুযোগ রয়েছে।
চাকুরি ও উচ্চ শিক্ষার ক্ষেত্র:
বিভাগের শিক্ষক প্রভাষক দারিমা ফাইরুজ স্বর্ণা জানান, এই প্রোগ্রামটি সম্পন্ন করার পর ফ্যাশন ডিজাইনার, 3D ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন স্টাইলিশ, ফ্যাশন ওন্ট্রাপনার, প্রোডাক্ট ডেভেলপার, রিটেইল ও ভিজুয়াল মার্চেন্ডাইজিং, ফ্যাশন মার্কেটিং ইত্যাদি সেক্টরে শিক্ষার্থীরা সহজেই তাদের ক্যারিরার গড়তে পারে। এ ছাড়া, কোয়ালিটি কন্ট্রোলার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল ল্যাবরেটরিতেও তাদের কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। টেক্সটাইল ও ফ্যাশন সম্পর্কিত বিভিন্ন সরকারি চাকুরি যেমন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ও ব্যাংকে আবেদনের যোগ্যতা এবং বিদেশে উচ্চ শিক্ষার (মাস্টার্স ও পিএইচডি) দ্বারও উন্মুক্ত হয়।
সর্বোপরি, ফ্যাশন ডিজাইন ও অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ নিটারের অন্যতম সৃজনশীল, প্রযুক্তিনির্ভর ও গবেষণামূলক বিভাগ, যা ভবিষ্যতের ফ্যাশন শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রযুক্তি, ডিজাইন ও ইঞ্জিনিয়ারিং-এর সমন্বয়ে গড়ে উঠা এই বিভাগ ভবিষ্যতের ফ্যাশন শিল্পে নেতৃত্ব দিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ গন্তব্য।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের এফডিএই বিভাগে স্বাগত জানিয়েছে বিভাগীয় কর্তৃপক্ষ।