ছাত্রশিবিরের উদ্যোগে আশুলিয়ার চার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আশপাশে বৃক্ষরোপণ কর্মসূচি 

২৩ জুন ২০২৫, ০৩:৫৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ১০:১৭ PM
ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি © টিডিসি ছবি

আশুলিয়ায় অবস্থিত চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কমিটি শতাধিক গুরুত্বপূর্ণ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। রবিবার (২২ জুন) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী 'বৃক্ষরোপণ অভিযান ২০২৫' এর অংশ হিসেবে আশুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশপাশের এলাকায় এই কর্মসূচি পালন করেন শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কমিটি।

কর্মসূচি পরিচালনা করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি রেজাউল করিম এবং এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শাখা সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় তিনি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্বও তুলে পরিবেশ রক্ষা ও সবুজায়নের জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের বৃক্ষরোপণের পাশাপাশি সেগুলোর যত্নও নিতে হবে। বৃক্ষরোপণ শুধুমাত্র গাছ লাগানো নয়, এটি ইসলামে ‘সাদকায়ে যারিয়াহ’, যা থেকে মানুষ, পশু-পাখি ও প্রকৃতি অনবদ্য উপকার পেয়ে থাকে। এছাড়াও বৃক্ষরোপণের মতো সমাজের সকল ভালো কাজে সবার আগে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।

বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য সম্পর্কে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা কমিটির জেনারেল সেক্রেটারি রেজাউল করিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আসলে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য শুধু গাছ লাগানো নয়। আমরা চাই একটি বার্তা পৌঁছে দিতে। সেটা হলো, বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু বিপর্যয়ের হাত থেকে প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা কেবল নিজেদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও ভাবছি। আজকের পৃথিবী পরিবেশ বিপর্যয়ের মুখে। কিন্তু আমরা যদি প্রতিটি উদ্যোগে দায়িত্ব, সচেতনতা আর ভবিষ্যতের প্রতি মমত্ববোধ যুক্ত করি, তাহলে সেই উদ্যোগ হবে অর্থবহ।

তিনি আরও বলেন, এজন্য আমরা এই কর্মসূচিকে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের নিকট একটা 'প্রতীকী দৃষ্টান্ত' হিসেবে দেখতে চাই। যেখানে গাছ শুধু অক্সিজেন নয়, সচেতনতা, দায়িত্ববোধ আর পরিবর্তনের বার্তা বহন করে। প্রতি বছর অনেকেই গাছ লাগায়, কিন্তু আমরা চাই, এই গাছগুলো যেন আমাদের প্রতিজ্ঞার প্রতীক হয়। আমরা সমাজের, দেশের এবং পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর শিবিরের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9