সাম্য হত্যাকাণ্ড: নিরাপদ ক্যাম্পাসের জন্য প্রশাসনের প্রতি ৮ অনুরোধ ইবি ছাত্রশিবিরের
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:২৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য’র হত্যার ব্যাপারটি খুবই দুঃখজনক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. মাহমুদুল হাসান।
বুধবার (১৪ মে) এক ফেসবুক স্ট্যাটাসে শাখা শিবির সভাপতি এ বিচার দাবি জানান। এসময় নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইবি প্রশাসনের প্রতি ৮ দফা দাবি বাস্তবায়নের অনুরোধ জানান তিনি।
সাম্য হত্যার ঘটনা থেকে ইবি প্রশাসনের জন্য শিক্ষা ও অনুরোধনামা হিসেবে লেখেন, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করা, রাতে নিরাপত্তা জোরদার করা, পুরো ক্যাম্পাসকে প্রক্টরিয়াল টিম কর্তৃক মনিটরিংয়ের ব্যবস্থা করা (সিসিটিভি একটি ভালো মাধ্যম), মীর মুগ্ধ সরোবর কেন্দ্রিক (বিশেষ করে রাতে) প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা, পুরো ক্যাম্পাস লাইটিংয়ের ব্যবস্থা করা, গুরুত্বপূর্ণ স্পটে নিরাপত্তা কর্মী নিশ্চিত ও বৃদ্ধি করা, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করা ও প্রশাসন কর্তৃক মাদক নিয়ন্ত্রণ টিম করে ক্যাম্পাসকে শতভাগ মাদক মুক্ত করা।
তিনি আরও লিখেছেন, ‘বিপ্লবোত্তর এই সময়ে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের মৃত্যুর ব্যাপারটি খুবই দুঃখজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচার নিশ্চিত করার অনুরোধ করছি। আল্লাহ তায়ালা আপনি সাম্যের ভুল-ভ্রান্তি ক্ষমা করে জান্নাতের উত্তরাধিকারী হিসাবে কবুল করুন। (আমিন)’