স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে শুরু হচ্ছে ‘এসইউবি ভর্তি উৎসব ২০২৫’

০৩ মে ২০২৫, ০৪:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
এসইউবি ভর্তি উৎসব

এসইউবি ভর্তি উৎসব © সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আগামী ৫ মে থেকে ১০ মে পর্যন্ত ঢাকার দক্ষিণ পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে আয়োজন করতে যাচ্ছে ‘এসইউবি ভর্তি উৎসব ২০২৫’। এই ছয় দিনব্যাপী উৎসবের লক্ষ্য হলো আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, সুযোগ-সুবিধা এবং ভর্তিসংক্রান্ত সুবিধা তুলে ধরা।

ভর্তি উৎসব চলাকালীন সময় আগত শিক্ষার্থীদের জন্য থাকছে একাধিক আকর্ষণীয় সুযোগ ও সুবিধা। বিভাগের ভিত্তিতে থাকবে ১০ শতাংশ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত ভর্তি ছাড়, একাডেমিক (এস এস সি ও এইচ এস সি) ফলাফলের ভিত্তিতে থাকবে ৫ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত মেধাভিত্তিক ছাড়, এবং অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে সর্বোচ্চ ১০০ শতাংশ স্কলারশিপ সুবিধা। এছাড়া, মেলা চলাকালীন সময়ে ভর্তি নিলে শিক্ষার্থীরা  ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন। উৎসবে অংশগ্রহণ আরও সহজ করতে শিক্ষার্থীদের জন্য কুড়িল থেকে ক্যাম্পাস এবং ক্যাম্পাস থেকে কুড়িল পর্যন্ত ফ্রি যাতায়াত ব্যবস্থা রাখা হয়েছে।

এই উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতার হোসেন খান বলেন, “এসইবি ভর্তি উৎসব ২০২৫ আমাদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থী যেন আমাদের স্থায়ী ক্যাম্পাসে এসে সরাসরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারে। এই আয়োজনের মাধ্যমে উচ্চশিক্ষাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী এবং গুণগতমানসম্পন্ন করে তোলাই আমাদের লক্ষ্য।”

ভর্তি মেলায় আগত শিক্ষার্থীরা সরাসরি বিভিন্ন বিভাগের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ভর্তি ও ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাবেন।

মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬